For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চীনে রেল স্টেশনে দুষ্কৃতী হামলা, মৃত ৩৩, আহত ১৩০ জন

Google Oneindia Bengali News

চীনে রেল স্টেশনে দুষ্কৃতী হামলা, মৃত ৩৩, আহত ১৩০ জন
বেজিং , ২ মার্চ : বেজিংয়ের দক্ষিণপশ্চিম কুনমিং শহরে রেলওয়ে স্টেশনে নৃশংস দুষ্কৃতী হামলায় মৃত্যু হল ৩৩ জনের। আহত ১৩০ জন। চিনের স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ছুরি নিয়ে দুষ্কৃতীরা স্টেশনে ঢুকে পড়ে। তারপর শুরু হয় বেপরোয়া হামলা।

শনিবার সন্ধেয় চিনের ইউনান প্রদেশের কুনমিংয়ে একটি রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। এটি সংগঠিত ও পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্টেশনে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

মৃত ও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

শনিবার মধ্যরাত পর্যন্ত কমপক্ষে ৬০ জন গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনানের স্থানীয় বাসিন্দা ইয়াং হাইফেই বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। তাঁর কথায় কালো পোশাকে একদল মানুষকে ছুড়ি হাতে তেড়ে আসতে দেখেন তিনি। সেই দৃশ্য দেখে বাকিদের সঙ্গে তিনিও আতঙ্কে দৌড়তে থাকেন। যারা একটু পিছিয়ে পড়েছিল তারাই বেশি জখম হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

দক্ষিণপশ্চিমের সবচেয়ে বড় স্টেশন এই কুনমিং রেল স্টেশনই। এখানে এই এত বড় দুষ্কৃতী হামলা আগে কখনও হয়নি বলেই সূত্রের তরফে জানানো হয়েছে। জিংঝিয়াং আতঙ্কবাদীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের অনুমান।

English summary
33 killed in China knife attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X