For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে বসেই ২৬/১১ মুম্বই হামলা ছক : স্বীকারোক্তি পাক গোয়েন্দা প্রধানের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ অগাস্ট : ২০০৮ সালের ২৬ নভেম্বর। জলপথে ভারতে এসে এইদিনেই ভারতের মাটিতে সন্ত্রাস ছড়িয়েছিল পাক জঙ্গিরা। ভারত এই দাবি করে আসছে ঘটনার পর থেকেই। এবার সেকথাই সরাসরি স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান তারিক খোসা। [জেনে নিন ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান তারিক খোসার বক্তব্য উদ্ধৃত করে সেদেশের অন্যতম বড় সংবাদপত্র 'দ্য ডন' জানিয়েছে, মুম্বই হামলার ছক পাকিস্তানে বসেই কষা হয়েছে। সেদেশের মাটি থেকেই পুরো আক্রমণের পরিকল্পনা করা ও তা নিয়ন্ত্রণ করা হয়েছিল।

'পাকিস্তানে বসেই ২৬/১১ মুম্বই হামলা ছক'


একইসঙ্গে তারিকের বক্তব্য, পাকিস্তানকে সত্যের মুখোমুখি হয়ে ভুলকে স্বীকার করে নিতে হবে। তারিক খোসার বক্তব্য এই প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তিনি পাকিস্তানে বসে এনিয়ে তদন্ত চালিয়েছেন। কীভাবে ভারতে হামলা চালানো হবে, তার পরিকল্পনা ও কার্যকর করা, এসবই উঠে এসেছে তাঁর তদন্তে।

আগামী কয়েকদিনের মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্য়ে কূটনৈতিক স্তরে বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে কী হয় সেটাও এখন দেখার বিষয়। একইসঙ্গে তারিক সাহেব জানিয়েছেন, দুই দেশের শীর্ষ স্থানীয় নেতা-আমলাদেরই বৈঠকে বসে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের আঙুল না তুলে সমস্যাগুলিকে চিহ্নিত করে সমাধান করা উচিত।

প্রাক্তন পাক গোয়েন্দা প্রধান খোসা জানিয়েছেন, আজমল কাসভের প্রশিক্ষণ পাকিস্তানেই হয়েছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার এই জঙ্গি কাসভের প্রশিক্ষণ হয় পাকিস্তানের সিন্ধ প্রদেশের থাট্টাতে। মুম্বই হামলায় ব্যবহৃত বিস্ফোরকের প্যাকেট ট্রেনিং ক্যাম্পগুলি থেকে উদ্ধার হয়েছে। এছাড়া যে ঘরে বসে আজমল কাসভদের ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই ঘরটিকেও সনাক্ত করা গিয়েছে বলে দাবি করেছেন তিনি।

English summary
26/11 attack: Revelations by former Pak investigator an eye opener for all
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X