For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্কুলে বোমা মারব', মজা করে মার্কিন মুলুকে গ্রেফতার ১২ বছরের ভারতীয় ছাত্র

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর : মজা কতোটা ক্ষতিকর হতে পারে তা বুঝতে গেলে মার্কিন মুলুকে যেতে হবে আপনাকে। তবে তার আগে পড়ে নিন এই প্রতিবেদনটি। স্কুলে বন্ধুদের সঙ্গে কথা বলার সময়ে মজার ছলে বোমা মারার হুমকি দেয় ১২ বছরের ভারতীয় বংশোদ্ভুত শিখ ছাত্র আরমান সিং। [ ইসলামোফোবিয়া? বিনা অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার মুসলমান ছাত্র]

শুধুমাত্র এই অপরাধে পুলিশ ডাকে স্কুল কর্তৃপক্ষ। এরপরে পুলিশ এসে কোনওরকম তদন্ত, তল্লাশি না করেই গ্রেফতার করে নিয়ে যায় আরমানকে। এরপর জুভেনাইল জাস্টিস ডিপার্টমেন্ট টানা তিনদিন ধরে বন্দি করে রেখে দেয় ওই নিরীহ ছাত্রকে।

মজা করে মার্কিন মুলুকে গ্রেফতার ১২ বছরের ভারতীয় ছাত্র

মার্কিন যুক্তরাষ্ট্রেই জন্মানো আরমান সিং টেক্সাসে জন্মেছে। এরপর গত চারমাস আগে তার পুরো পরিবার ডালাসে চলে আসে। আর্লিংটনের নিকোলাস জুনিয়র হাই স্কুলের ছাত্র আরমানের শারীরিক অবস্থা ততটা ভালো নয়। হার্টে তিনবার সার্জারি হয়েছে তার।

এসব জানা সত্ত্বেও ১১ ডিসেম্বর আরমানকে গ্রেফতার করা হয়। কোনওরকম প্রমাণ না পেয়েও কীভাবে একজন ছাত্রকে পুলিশ এতদিন হেফাজতে রাখল তা নিয়ে রাগে অগ্নিশর্মা সিং পরিবার। আরমানের সঙ্গে অনেকেই এই নিয়ে কথা বলছিল। তবে তাদের পুলিশ ডাকেইনি। ভারতীয় বলেই তাঁদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ সকলের।

এবিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে জানানো হয়েছে, বোমা মারার মতো গুরুতর অভিযোগ আসার পরে আরমানকে নিয়ে যাওয়াটা মোটেও খারাপ কাজ হয়নি। পাশাপাশি পুলিশ জানিয়েছে, আরমানের শরীর খারাপের বিষয়ে কিছু জানা ছিল না পরিবারের।

এর আগে বাড়িতে তৈরি ঘড়ি স্কুলে নিয়ে গিয়ে বোমা ভেবে আহমেদ মোহামেদ নামে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছিল মার্কিন পুলিশ। পরে তা নিয়ে সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া আসায় প্রশাসনের তরফে ভোল পাল্টে ফেলা হয়।

আরও খবর পড়ুন এখানে:

এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার

নয়া রেকর্ড করে গিনেস বুকে নাম তুললেন বারাক ওবামানয়া রেকর্ড করে গিনেস বুকে নাম তুললেন বারাক ওবামা

৯৪ বছরে গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন এক মার্কিন 'যুবক'৯৪ বছরে গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন এক মার্কিন 'যুবক'

২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ'২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ'

মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে ফাটানো হবে পরমাণু বোমা!মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে ফাটানো হবে পরমাণু বোমা!

English summary
12-yr-old Sikh boy jokes about blowing up US school, put behind bars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X