For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক লাইভ ভিডিও করে ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মুম্বইয়ের তরুণের

তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলের ১৯তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। সেই ঘটনার আগে সে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেছিল বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৪ এপ্রিল : তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলের ১৯তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। সেই ঘটনার আগে সে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেছিল বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে বান্দ্রা এলাকায় একটি পাঁচতারা হোটেলে। ঘটনার অব্যবহিত আগে ফেসবুক লাইভ করে সেই ভিডিও যুবক আপলোড করেছিল।

ফেসবুক লাইভ ভিডিও করে ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

মৃত যুবকের নাম অর্জুন ভরদ্বাজ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হোটেলের ১৯তলার ঘরের জানালা ভেঙে ঝাঁপ দেয়। তাঁর ঘরে ৯টি ছোট ছোট সুইসাইড নোট পেয়েছে পুলিশ। আর যে ভিডিওটি মৃত্যুর পূর্বে সে করেছে সেটি ১ মিনিট ৪৩ সেকেন্ডের।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে আত্মহত্যার আগে পদক্ষেপগুলি নিয়ে অর্জুন নামে ওই যুবক কথা বলেছে। জানা গিয়েছে, আগের দিন রাত তিনটে নাগাদ সে হোটেলে চেক-ইন করে। সারাদিন ঘরেই ছিল। আত্মহত্যার আগে সে ধূমপান ও মদ্যপান করেছে, খাবার খেয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অর্জুন সম্ভবত অবসাদে ভুগছিল। জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। নিজের বাবা-মার কাছে সে ক্ষমাও প্রার্থনা করেছে। তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ে সে বারবার অকৃতকার্য হচ্ছিল। সম্ভবত সেকারণেও জীবনে লড়ার ইচ্ছে চলে গিয়েছিল অর্জুনের।

বেঙ্গালুরুর ব্যবসায়ী পরিবারের ছেলে অর্জুন গত চারবছর ধরে মুম্বইয়ে থাকছিল। খবর পাওয়ার পরই বেঙ্গালুরু থেকে পরিবারের লোকেরা ছুটে এসেছেন। ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়ে এভাবে নিথর দেহ নিয়ে ফিরতে হবে, তা ভাবতেই পারছেন না অর্জুনের আত্মীয়-পরিজনেরা।

English summary
Youth uploads video on Facebook before jumping to death in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X