For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএফে সুদের হার কমিয়ে ৮.৬৫ শতাংশ করল কেন্দ্র

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৮ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করে দিল কেন্দ্র। ২০১৬-১৭ আর্থিক বর্ষে এই নিয়ম লাগু হল। এর ফলে মোট চার কোটি কর্মীর উপরে প্রভাব পড়ল বলে জানা গিয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৮ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করে দিল কেন্দ্র। ২০১৬-১৭ আর্থিক বর্ষে এই নিয়ম লাগু হল। এর ফলে মোট চার কোটি কর্মীর উপরে প্রভাব পড়ল বলে জানা গিয়েছে।

২০১৫-১৬ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৮ শতাংশ ছিল। এবছর তা আরও কমে আসায় মধ্যবিত্ত চাকুরিজীবীদের মাথায় হাত পড়ল তা স্বাভাবিকভাবেই বলে দেওয়া যায়।

পিএফে সুদের হার কমিয়ে ৮.৬৫ শতাংশ করল কেন্দ্র

চাকুরিজীবীদের জন্য এই পিএফের টাকাই অবসরের পর বড় সঞ্চয় হয়ে দাঁড়ায়। প্রতি মাসে চাকুরিজীবীদের মাইনের ১২ শতাংশ পিএফে কেটে নেওয়া হয়। তার মধ্যে একটা অংশ যায় কর্মীদের পেনশন প্রকল্পে। এবার সেটার উপরেই কোম পড়ল।

পিএফের সুদের হার কমার ফলে বিশেষজ্ঞদের মতে এবারে ফিক্সড ডিপোডিটে সুদের হারও কমতে পারে। এছাড়া ছোট সঞ্চয় প্রকল্পেও এর প্রভাব পড়তে পারে।

যদিও অনেকে বলছেন, সুদের হার কিছুটা কমালেও এখনও তা অন্যান্য বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হারে চেয়ে বেশি রয়েছে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, এনএসসি সার্টিফিকেট, সরকারি বন্ড, পিপিএফের চেয়ে পিফে সুদের হার বেশি রয়েছে।

ইপিএফের আয়ব্যয়ের বার্ষিক হিসাব অনুযায়ী সুদের হার না কমালে কেন্দ্রের ক্ষতি হতো ৩৮৩ কোটি টাকা। তা থেকে বাঁচতেই এই কেন্দ্রীয় সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগে সরকার পিপিএফের মতো ছোট সঞ্চয় প্রকল্প, কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে দিয়েছে।

English summary
Provident fund subscribers will get lower interest rate on their deposits this year as compared to last year. The provident fund body - the Employees Provident Fund Organisation or EPFO - at a meeting today decided to give 8.65 per cent interest rate for current fiscal year (2016-17).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X