For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেবিট-ক্রেডিট কার্ডের জায়গা নিতে চলেছে আধার কার্ড?

খুব শিগগিরই লেনদেনের ক্ষেত্রে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের জায়গা নিতে চলেছে আধার কার্ড। ভারতকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনতে কেন্দ্রীয় সরকার আধার সক্ষম লেনদেনকে তুলে ধরতে তোরজোড় শুরু করছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : খুব শিগগিরই লেনদেনের ক্ষেত্রে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের জায়গা নিতে চলেছে আধার কার্ড। ভারতকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনতে কেন্দ্রীয় সরকার আধার সক্ষম লেনদেনকে তুলে ধরতে তোরজোড় শুরু করছে। তাই বিপদ এড়াতে আধার কার্ড না থাকলে সবার আগে আধার কার্ড বানিয়ে ফেলুন। [এবার মোবাইল ফোনে থাকবে আপনার আধার কার্ড! কীভাবে জানেন?]

দেশে ডিজিটাল পেমেন্টকে তুলে ধরতে চাইছে কেন্দ্র। আর সে কারণেই নগদ লেনদেন পুরোপুরি বন্ধ করতে খুব তাড়াতাড়ি স্পষ্ট কোনও প্রকল্প আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দেওয়া হয়েছে। [(ছবি) আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]

ডেবিট-ক্রেডিট কার্ডের জায়গা নিতে চলেছে আধার কার্ড?

UIDAI-এর সাধারণ অধিকর্তা অজয় পাণ্ডে জানিয়েছেন, "আধার সক্ষম লেনদেনের জন্য কার্ডের প্রয়োজন পড়বে না, কোনও পিন নম্বরের প্রয়োজন পড়বে না। মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকরা আধার কার্ড এবং আঙুলের ছাপ বা আইআরআইএস অথেন্টিকেশনের মাধ্যমেই লেনদেনে সক্রিয় হতে পারবেন।" [আধারের ডিজিটাল সইয়ের মাধ্যমে কীভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন?]

তবে এই গোটা পদ্ধতির বাস্তবায়নের জন্য একাধিক কঠিন পরিকল্পনার প্রয়োজন হবে। যেমন মোবাইল উৎপাদনকারী, ব্যাঙ্ক এবং ব্যবসায়ী বা বড় বড় সংস্থাগুলোর সঙ্গে এবিষয়ে আলোচনা করা। তবে এই কঠিন স্বপ্ন সফল করতে সরকারের তরফে ইতিমধ্যে বিভিন্ন তরফে কাজ করা শুরু হয়ে গিয়েছে। [কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য]

নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন, আধার কার্ড সক্ষম লেনদেনকে বাস্তব করতে ভারতে তৈরি সমস্ত ফোনে যাতে ইনবিল্ট আইআরআইএস বা বৃদ্ধাঙ্গুলি শনাক্তকরণ পদ্ধতি, যাকে চলতি কথায় বলে থাম্ব আইডেনটিফিকেশন সিস্টেম থাকে তার জন্য মোবাইল উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে কথাও বলা শুরুও হয়েছে। [প্রবাসী ভারতীয়রা কীভাবে আধার কার্ডের জন্য আবেদন করবেন?]

সম্ভবত আর এক বছরের মধ্যেই ডিজিটাল লেনদেন বাস্তবায়ন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীদের কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার হবে। [শিশুদের জন্য কি পাওয়া যাবে আধার কার্ড?]

অমিতাভ কান্তের কথায়, এর পাশাপাশি সরকার নগদ লেনদেনকে নিরুৎসাহিত করতে এমন কিছু প্রকল্প বা পদ্ধতি আনার পরিকল্পনা শুরু করে দিয়েছে যার ফলে নগদ লেনদেন আরও খরচসাপেক্ষ হয়ে যায় এবং মানুষ ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকতে বাধ্য হয়। তবে কি ধরণের পন্থা সরকার আনতে পারে তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি অমিতাভ বাবু।

English summary
Your 12-digit Aadhaar number could soon replace all card transactions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X