For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জঙ্গি দিয়েই জঙ্গি দমন', প্রতিরক্ষামন্ত্রী মনোহরের উবাচে তীব্র বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ মে : সন্ত্রাসবাদীরাই শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দমন করতে পারবে। এমনটাই মনে করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। আর তাঁর এই মনে করাই এক নতুন বিতর্কের জন্ম দিল এদিন।

গতকাল একটি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, সন্ত্রাসবাদীদের দিয়েই সন্ত্রাসবাদীদের দমন করতে হবে। তাঁর মতে, যদি পাকিস্তানের মতো কোনও দেশ ভারতের বিরুদ্ধে কোনওরকম জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয় তাহলে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।

'জঙ্গি দিয়েই জঙ্গি দমন', প্রতিরক্ষামন্ত্রী মনোহর উবাচে তীব্র বিতর্ক


তাঁর মতে, জওয়ানেরাই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে। আমজনতা নিরস্ত্র, তারা সেটা করতে পারে না। তবে কেউ সশস্ত্র অবস্থায় জঙ্গিদের খতম করতে পারলে তা কেন করা উচিত নয় তা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, "আমরা কেন পারব না? শুধু জওয়ানেরাই কেন প্রাণ দেবে?" তবে এব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা চাইলে তা অবশ্য মন্ত্রীমশাই দেননি।

তবে যেটুকু বলেছেন তাতে জম্মু ও কাশ্মীর এবং সিয়াচেন সফরের সময়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

এদিন প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাখ্যা দাবি করেছে সিপিআইএম। তাঁরা জানিয়েছে, এটা বলে প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের খেলায় মেতে ওঠার আহ্বান জানিয়েছেন।

English summary
'You have to neutralise terrorist through terrorist only,' says Defence Minister Manohar Parrikar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X