For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমাধিস্থ করা হল ফাঁসির সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনকে

Google Oneindia Bengali News

নাগপুর, ৩০ জুলাই : সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে ১৯৯৩ সালের সাজাপ্রাপ্ত আসামী ইয়াকুব মেমনের ফাঁসির পক্রিয়া সম্পন্ন হল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ নাগপুর সেন্ট্রাল জেলে ৫৪ বছরের ইয়াকুব মেমনের ফাঁসির আদেশ কার্যকর হয়। সকাল ৭ টা ১০ মিনিটের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। [ সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, ফাঁসিই হবে ইয়াকুব মেমনের]

যদিও রাজ্য সরকার বা জেল কর্তৃপক্ষের তরফে ফাঁসি নিয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। আজ সকাল ১১ টা নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনিশ মেমনের ফাঁসির কথা ঘোষণা করবেন।

নাগপুর জেলে ফাঁসি হল ইয়াকুব মেমনের

ফাঁসির সময়ে মেমনের পরিবারের কোনও সদস্য জেলে উপস্থিত ছিলেন না। ইয়াকুবের ভাই সুলেমন মেমন এবং তুতো ভাই উসমান ফাঁসির সময় স্থানীয় হাসপাতালে ছিলেন। ফাঁসির সময় উপস্থিত ছিলেন জেলের ৬ আধিকারিক।

এই ঘটনার লাইভ আপডেট দেখুন নিচে:

বিকেল ৫ টা ৪০ মিনিট : সমাধিস্থ করা হল ফাঁসির সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনকে।

বিকেল ৪ টে ৪১ মিনিট : সমাধিত করার জন্য 'বড়া কবরস্থান'-এ নিয়ে যাওয়া হল ইয়াকুবের মরদেহ।

দুপুর ১ টা ৪৫ মিনিট : ইয়াকুব মেমনের বাড়ির সামনে অগণিত মানুষের ভিড়। সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত বিকেল সাড়ে চারটে নাগাদ শেষকৃত্য হবে মেমনের।

দুপুর ১ টা ২৭ মিনিট : মাহিমের বাড়িতে পৌঁছল ইয়াকুবের দেহ।

দুপুর ১২ টা ৩৫ মিনিট : মুম্বই পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ইয়াকুব মেমনের শেষকৃত্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। সকাল ১১ টা থেকে রাত ১১ পর্যন্ত ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুপুর ১২ টা ১৭ মিনিট : মুম্বইয়ে পৌঁছল মেমনের দেহ। এখনও পর্যন্ত ৪৫০ জনকে সতর্কতা হেফাজতে নেওয়া হয়েছে।

দুপুর ১২ টা ১ মিনিট : মহারাষ্ট্রের মুথ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনিশ দুপুর ২ টো বিধানসভায় মেমনের ফাঁসি নিয়ে বিবৃতি দেবেন।

সকাল ১১ টা ৪৫ মিনিট : বেলা ১১ টা পর্যন্চ ৪০৫ জন সতর্কতা হেফাজতে নেওয়া হয়েছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার নিজে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছেন। মাহিমে ইয়াকুব মেমনের বাড়িতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা দেখে এসেছেন তিনি।

সকাল ১০ টা ৪৫ মিনিট : ইয়াকুব মেমনের ফাঁসির সাজায় দুঃখিত কংগ্রেস নেতা শশী থারুর।

সকাল ১০ টা ২৮ মিনিট : নাগপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হল ইয়াকুব মেমনের দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওযা হবে মুম্বই বিমানবন্দরে। সঙ্গে রয়েছেন পরিবারের ৭ সদস্য।

সকাল ৯ টা ৩৬ মিনিট : নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বইকে। ইয়াকুব মেমনের ফাঁসির জেরে সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে ৩০০ জনকে আটক করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি যাতে না হয় তার জন্য সতর্কতা পদক্ষেপ হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকাল ৯ টা ৩০ মিনিট : নাগপুর জেলের সঙ্গীদের ইয়াকুব বলেছিল, শীর্ষ আদালত তার সঙ্গে সঠিক বিচার করেনি। তার যা প্রাপ্য ছিল তা তিনি পাননি। চিকিৎসকদেরও বলেছিল সে ঠিক আছে স্বাস্থ্য পরীক্ষার দরকার নেই।

সকাল ৯ টা ২৪ মিনিট : নাগপুর জেলে ইয়াকুব মেমনের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোস্যাল মিডিয়ায় যাতে উষ্কানিমূলক কোনও বার্তা ছড়িয়ে না পরে তার জন্য বিশেষ নজর রাখা হচ্ছে।

সকাল ৯ টা :

সকাল ৮ টা ২৬ মিনিট : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব কে পি বকসি জানিয়েছেন, ইয়াকুব মেমনের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইয়াকুবের ফাঁসির পর মহারাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষত মুম্বইয়ের বড়া কবরস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সকাল ৮ টা ৪ মিনিট : সূত্রের খবর অনুযায়ী, ইয়াকুব মেমনের মৃতদেহ ১০ টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবে পরিবারের সদস্য। মিডিয়ার খবর মেরিন লাইনের কবরস্থলে শেষকৃত্য সম্পন্ন হবে তার।

সকাল ৭ টা :ইয়াকুব মেমনের ফাঁসির টাইমলাইন

  • ভোর ৩ টের সময় ইয়াকুবকে ঘুম থেকে তুলে দেওয়া হয়।
  • সাড়ে তিনটের সময় চান করিয়ে নতুন পোশাক পরানো হয়।
  • ভোর চারটেয় আল্লাহের কাছে প্রার্থণা করতে দেওয়া হয় মেমনকে।
  • ভোর ৪ টে ২০ মিনিট নাগাদ জেলের মধ্যে মেমনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
  • ভোর ৫ টায় মেমনের হাতে ধর্মগ্রন্থ তুলে দেওয়া হয়।
  • ভোর ৫ টা ৩০ মিনিটে তাকে বিশ্রাম নিতে বলা হয়।
  • ভোর ৬টায় ফাঁসি ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।
  • ৬ টা ১০ মিনিটে তাকে সাজা পড়ে শোনানো হয়।
  • ৬ টা ১৫ মিনিটে তাকে অপরাধের জন্য ক্ষমা চাইতে বলা হয়।
  • সকাল ৬ টা ৪০ মিনিটে লিভার টেনে ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
  • সকাল ৭ টা ১ মিনিটে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।

সকাল ৬ টা ৫৫ মিনিট : নজিরবিহীনভাবে ইয়াকুব মেমন কাণ্ডে শীর্ষ আদালতে রাতভর শুনানি হল। রাত ২ টো ১০ মিনিটে খোলা হয় সুপ্রিম কোর্ট। রাত ৩ টে ২০ মিনিট থেকে ভোর ৪টে ১৫ মিনিট পর্যন্ত চলে শুনানি। ৪ টে ৫০মিনিটে মেমনের আর্জি খারিজ হয়।

English summary
Yakub Memon Hanged in Nagpur Jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X