For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোস্যাল মিডিয়ায় জাতীয় সঙ্গীতের অপমান, দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার সাহিত্যিক

ফেসবুকে জাতীয় সঙ্গীতের অপমান করার অভিযোগ উঠল মালায়লন লেখর এবং থিয়েটার ব্যক্তিত্ব কমল সি চাভারার বিরুদ্ধে। রবিবারে দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হল তাকে।

Google Oneindia Bengali News

কোঝিকোরে, ১৯ ডিসেম্বর : ফেসবুকে জাতীয় সঙ্গীতের অপমান করার অভিযোগ উঠল মালায়লন লেখর এবং থিয়েটার ব্যক্তিত্ব কমল সি চাভারার বিরুদ্ধে। রবিবারে দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হল তাকে।[সিনেমা হলে বাধ্যতামূলক জাতীয় সঙ্গীতের ব্যবহার, নির্দেশ সুপ্রিম কোর্টের]

কমল সি চাভারা ওরফে কমলসি প্রাণাকে রবিবারই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ, তিনি ফেসবুকে একটি পোস্ট করেন যার মাধ্যমে ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। কয়েক দিন আগে কোল্লামে করুঙ্গাপল্লি থানার পুলিশ যুব মোর্চা কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে। [গানের রিল নেই, প্রযুক্তির অভাব, নানা অজুহাতে শহরতলির হলে মানা হচ্ছে না জাতীয় সঙ্গীত বাজানোর নির্দেশ]

সোস্যাল মিডিয়ায় জাতীয় সঙ্গীতের অপমান সাহিত্যিকের বিরুদ্ধে, দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার

ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহ) ধারায় সাহিত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যুব মোর্চা কর্মীর অভিযোগ অনুযায়ী, নিজের একটি উপন্যাসের একটি ছোট অংশ ফেসবুকে পোস্ট করেন কমলসি। আর তাতে এমন কিছু লেখা রয়েছে যাতে ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলা অভিযোগ করা হয়েছে। [চেন্নাইয়ে সিনেমা দেখতে গিয়ে মামলার মুখে পড়লেন ৭ জন]

উল্লেখ্য, কেরল চলচ্চিত্র উৎসবে সুপ্রিম কোর্টের আদেশ মেনে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় না দাঁড়ানোয় গত মাসে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই এই ঘটনা সামনে আসে। [সেক্স করার আগে জাতীয় সঙ্গীত নয় কেন? সুপ্রিম কোর্টর নির্দেশকে আক্রমণ চেতন ভগতের]

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রতিযেকটি সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক। যদিও জনসাধারণের মধ্যে এর মিশ্র প্রতিক্রিয়া মেলে। তবু দেশের বিভিন্ন হলে এই নির্দেশ পালন হচ্ছে কি না তা নিয়ে কড়া নজরদারিও রয়েছে।

English summary
Writer from Kerala charged with sedition for allegedly insulting national anthem by posting his Novel excerpts. which they alleged was an insult to the national anthem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X