For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'বছরে ৩৬ হাজার কোটি টাকার অপচয় রোধ করেছে কেন্দ্র : নরেন্দ্র মোদী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ মে : গত দুই বছরে মানুষের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করেছে কেন্দ্র সরকার। আর সেটা করতে গিয়েই প্রায় ৩৬ হাজার কোটি টাকার অপচয় রোধ করা সম্ভব হয়েছে বলেও দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২ বছর পূর্ণ : সাফল্য ও ব্যর্থতার মধ্যে দিয়ে যে পথ পার করল মোদী সরকার

এনডিএ সরকারের দুই বছরের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার জমজমাট অনুষ্ঠান ছিল দিল্লির ইন্ডিয়া গেট অঞ্চলে। সেখানে নতুন সরকারের কাজকর্ম নিয়ে বলতে উঠে মোদীজি বিগত কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, অউপিএর আমলে দুর্নীতিতে ভরে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করেছে সরকার।

দু'বছরে ৩৬ হাজার কোটি টাকার অপচয় রোধ করেছে কেন্দ্র : নরেন্দ্র মোদী

আগামী ২০১৯ সালের মধ্যে গ্রামের পাঁচ কোটি গরিব মহিলাদের পরিবারের হাতে রান্নার গ্যাস পৌঁছে দেবে কেন্দ্র সরকার। এমনটাও দাবি করেছেন নরেন্দ্র মোদী। তাঁর মতে, শুধু রাজনৈতিক কারণে নানা জিনিসের বিরোধিতা করা হচ্ছে। উন্নয়নের বিরোধিতা করছেন বিরোধীরা। তাই এদের বিচার মানুষই করবেন।

মোদীজি বলেন, এই সরকার কেমন কাজ করছে তা আগের সরকারের কাজকর্মের বহর দেখেই মানুষ ধারণা করতে পারছেন। আর কংগ্রেস সরকারের আমলে কয়লা ব্লক বণ্টন থেকে শুরু করে একেরপর এক দুর্নীতি সামনে এসেছে। একেরপর এক লাইসেন্স আদালত বাতিল করেছে। সংবাদমাধ্যম সেই খবর ফলাও করে প্রচারও করেছে।

এলপিজি গ্যাসের ক্ষেত্রে প্রায় ১৫ হাজার কোটি টাকা ভর্তুকি কমানো সম্ভব হয়েছে। এছাড়া ১.৬২ কোটি জাল রেশন কার্ড বাজেয়াপ্ত করেছে সরকার। এর পাশাপাশি জাল শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও বন্ধ করেছে কেন্দ্র সরকার। ফলে সবমিলিয়ে মোট ৩৬ হাজার কোটি টাকার অপচয় রোধ করা গিয়েছে যা আগের আমলে করা হয়নি। এমনটাই জানিয়েছেন মোদীজি।

সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মানুষ এখন নতুন করে ভাবতে শিখেছে। এটাই সবচেয়ে বড় বদল। জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করে চলেছে কেন্দ্র সরকার। এক্ষেত্রে রাজ্যগুলিকেও অংশীদার করা হয়েছে। এভাবেই সকলের আশীর্বাদ নিয়ে কাজ করবে কেন্দ্রের সরকার।

English summary
Working with grit, checked leakages of Rs 36,000 crore: Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X