For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় সরকারী মহিলা কর্মীদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মী, যাঁরা কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন , তাদের জন্য কেন্দ্রের তরফে এলো নতুন নিয়ম।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ মার্চ : কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মী, যাঁরা কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন , তাদের জন্য কেন্দ্রের তরফে এল নতুন নিয়ম। যৌন নিগ্রহের ঘটনার তদন্ত চলাকালীন অভিযোগকারী মহিলা কর্মীদের ৯০ দিনের সবেতন ছুটির নিয়ম লাগু করে, একটি সংশোধনী আনে ডিপার্টমেন্ট অব পার্সোনল অ্যান্ড ট্রেনিং।

কর্মক্ষেত্রে মহিলাদের ওপর যৌন নিগ্রহ সংক্রান্ত ২০১৩ সালের অ্যাক্টের আওতায় , অভিযোগকারী নির্যাতিতা মহিলাদের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে। এক্ষেত্রে এই মহিলা কর্মীদের প্রাপ্য সাধারণ ছুটির তালিকার আওতায় এই ছুটিকে ধরা হবে না।

খবর, কেন্দ্রীয় সরকারী মহিলা কর্মীদের জন্য

কেন্দ্রীয় সরকারী কর্মীদের যে সাধারণ ছুটির তালিকা রয়েছে, তার সঙ্গে ৯০ দিনের এই সংযুক্ত ছুটি পাবেন কেবল মাত্র অভিযোগকারী নির্যাতিতা কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মীরা। নতুন নিয়ম অনুযায়ী ছুটি অনুমোদন করবে ইন্টারনাল কমিটি বা লোকাল কমিটি।

ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এর তরফে ২০১৭ সালের সেন্ট্রাল সার্ভিসেসে (ছুটি)-এর ওপর নতুন এক সংশোধনী এনে এই নিয়ম লাগু করা হয়। বহু ক্ষেত্রেই মহিলা কর্মীরা যৌন নিগ্রহের তদন্ত চলাকালীন দফতরে , তাঁদের প্রভাবিত করার অভিযোগ আনেন। সেই প্রেক্ষিতেই এই নতুন নিয়ম আনে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং।

English summary
The women central government employees, who have filed the complaint of sexual harassment at the work place, will get 90 days paid leave during the pendency of the inquiry. The Department of Personnel and Training (DoPT) has recently amended the service rules in this regard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X