For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না ৫০০ কেজি ওজনের মহিলা, সুষমা স্বরাজের হস্তক্ষেপেই সমস্যার সমাধান

মহিলার ওজন ৫০০ কেজি। চিকিৎসার জন্য ভারতে আসতে মেডিক্যাল ভিসার আবেদন জানালে তা খারিজ হয়। কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হস্তক্ষেপ করেন। বুধবার তাঁর মেডিক্যাল ভিসা মঞ্জুর করা হয়েছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী মিশরের এই মহিলা। কারণ অস্বাভাবিক ওজন। শুনলে চমকে উঠবেন, মহিলার ওজন ৫০০ কেজি। চিকিৎসার জন্য ভারতে আসতে মেডিক্যাল ভিসার আবেদন জানানো হয়েছিল, কিন্তু আবেদন খারিজ যায়। কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে খবর পৌঁছতেই তিনি হস্তক্ষেপ করেন। বুধবার তাঁকে মেডিক্যাল ভিসা দেওয়া হয়েছে। [এক টুইটেই কাজ, সদ্য বিবাহিত দম্পতির 'হানিমুন' সমস্যা মেটালেন সুষমা স্বরাজ]

৩৬ বছরে মিশরীয় মহিলা এমান আহমেদ। মুম্বইয়ের ব্যারিয়াট্রিক সার্জন (ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার হল সাধারণ কথায় ওজন কমানোর অস্ত্রোপচার) টুইট করে এই বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপ অনুরোধ করেন। [এবার মাত্র ৪টি নথিপত্র দিয়েই এক সপ্তাহে পেতে পারেন নতুন পাসপোর্ট!]

ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না ৫০০ কেজি ওজনের মহিলা, সুষমা স্বরাজের হস্তক্ষেপেই সমস্যার সমাধান

টুইটে তিনি জানান, সাধারণ প্রক্রিয়া মেনে মেডিক্যাল ভিসা আবেদন জানানোর পর তা খারিদ হয়ে যায়। ভারতে চিকিৎসার কারণে এমানকে নিয়ে আসার জন্য অনুরোধ করেন ওই চিকিৎসক। [বাস্তবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হয়ে উঠলেন 'বজরঙ্গী ভাইজান']

এরপরই সুষমা স্বরাজ টুইট করে বলেন, "ধন্যবাদ বিষয়টি আমার নজরে আনার জন্য। নিশ্চয় আমারা ওকে সাহায্য করব।"

মন্ত্রীর টুইটের ঘন্টাখানেকের মধ্যে এই চিকিৎসক টুইট করে জানান কাইরোর ভারতীয় দূতাবাস এমার ভিসা মঞ্জুর করেছে।

এমার ওজন ক্রমশ বাড়তে শুরু করে। এমার ওজনের কারণে তাকে স্কুলও ছাড়তে হয়। ধীরে ধীরে বিছানা ধরে ফেলেন এমা। ৩৬ বছরের বিছানায় শয্যাশায়ী দীর্ঘদিন ধরে।

English summary
Woman Weighing 500 Kg Gets Visa After Sushma Swaraj's Intervention
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X