For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সমর্থন, ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে বৃহস্পতিবার শপথ নেবেন নীতীশ কুমার

ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আরজেডি নেতা নীতীশ কুমার।

  • |
Google Oneindia Bengali News

ইস্তফা দেওয়ার পর কয়েকঘণ্টাও কাটল না। মহাজোট থেকে বেরিয়ে এসে ফের জোট বেঁধে ফেললেন নীতীশ কুমার। ফলে ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন এই আরজেডি নেতা। কারণ বিজেপি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে নীতীশকে। সেই মর্মে বিহারের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে সমর্থনের চিঠিও দিয়ে এসেছেন বিজেপি নেতা সুশীল কুমার মোদী। এরপরই একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে নীতীশের ফের মুখ্যমন্ত্রীর তখতে বসার কথা।

বিজেপির সমর্থন, ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ফের একবার নীতীশ কুমার বিজেপির সমর্থন নিয়ে শপথ নেবেন। তার আগে এদিন পাটনায় নীতীশের বাড়িতে বিজেপি-জেডিইউ বৈঠকে বসেছে। নীতীশকে সরাসরি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিহারের নতুন গঠিত হতে চলা মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন রাজ্য বিজেপির প্রধান নেতা সুশীল মোদী। এছাড়া নীতীশের নতুন মন্ত্রিসভায় বিজেপির বেশ কয়েকজন বিধায়ক জায়গা পেতে পারেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে নীতীশের দলের কাছে রয়েছে ৭১টি আসন। এদিকে বিজেপির রয়েছে ৫৩টি আসন। ফলে সবমিলিয়ে ১২৪টি আসন হবে জোট সরকারের। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিহারে ফের একবার নীতীশ কুমার সরকার গঠন করতে চলেছেন।

বুধবার রাতেই নীতীশ কুমার ও সুশীল কুমার মোদী রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে যান। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আরজেডি-র প্রতিনিধি দল রাজভবনে গিয়ে সরকার গঠনের ও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আর্জি জানাবেন বলে জানা গিয়েছে।

English summary
With BJP's support Nitish Kumar to take oath as CM of Bihar at 5 pm on Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X