For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত, জেনে নিন সহজ হিসাব

রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের ভারতের রাষ্ট্রপতি পদে জেতা শুধু সময়ের অপেক্ষা। অন্তত অঙ্কের হিসাব তাই বলছে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি তথা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের ভারতের রাষ্ট্রপতি পদে জেতা শুধু সময়ের অপেক্ষা। ৬৩.১ শতাংশ ইলেক্টোরাল কলেজ ভোট এনডিএ-র সঙ্গে রয়েছে। ফলে সবকিছু ঠিক থাকলে এই দলিত নেতাই হতে চলেছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি।

রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত, জেনে নিন সহজ হিসাবরামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত, জেনে নিন সহজ হিসাব

ইসলাম ও খ্রিস্টান ধর্ম নিয়ে একসময়ে কী বিতর্কিত মতামত দেন রামনাথ কোবিন্দইসলাম ও খ্রিস্টান ধর্ম নিয়ে একসময়ে কী বিতর্কিত মতামত দেন রামনাথ কোবিন্দ

বৃহস্পতিবার বিরোধীরা কংগ্রেস নেত্রী তথা মনমোহন সিং সরকারের আমলে লোকসভার অধ্যক্ষের পদ সামলানো মীরা কুমারের নাম ঘোষণা করেছে। দলিত প্রার্থীর বিরুদ্ধে দলিত প্রার্থীকেই দাঁড় করানো হবে।

রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত

তবে তাতে এনডিএ প্রার্থী কোবিন্দের জেতা আটকাবে না বলেই স্পষ্ট হয়ে গিয়েছে। এনডিএ ছাড়াও বাকী আঞ্চলিক দলগুলির অনেকেই কোবিন্দের সমর্থনে হাত তুলেছেন। এর মধ্যে রয়েছে বিজেডি, জেডি(ইউ), এআইএডিএমকে-র মতো দল।

নীতীশ কুমারের জেডি(ইউ)-র রয়েছে ১.৯১ শতাংশ ভোট, এআইএএডিএমকে-র ৫.৩৯ শতাংশ ভোট। এছাড়া বিজেডি ২.৯৯ শতাংশ, টিআরএস ২ শতাংশ, ওয়াইএসআর কংগ্রেস ১.৫৩ শতাংশ ভোট ও আইএনএলডি ০.৩৮ শতাংশ ভোট নিয়ে কোবিন্দকে সমর্থন জানিয়েছে। এছাড়া শত বিরোধিতা করেও এনডিএ শরিক শিবসেনা ২.৩৪ শতাংশ ভোট নিয়ে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।

ফলে সবমিলিয়ে মোট ১০,৯৮,৯০৩ টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ৬৩.১ শতাংশ এখন এনডিএ-র দখলে। তাই কংগ্রেস, তৃণমূল, বাম সহ বিরোধীরা ঐক্যবদ্ধ লড়াই দিলেও আগামিদিনে কোবিন্দই হতে চলেছেন ভারতের নয়া রাষ্ট্রপতি।

English summary
With 63.1 per cent of votes, NDA's Ram Nath Kovind is next President of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X