For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার চিনের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত!

চিনও সীমানা পেরিয়ে এসে ভারতীয় গণ্ডীর মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে চলেছে। আর সেই প্রেক্ষিতেই নিজেদের মুখপত্র সামনা-য় শিবসেনার প্রশ্ন, 'পাকিস্তানের মতো চিনের বিরুদ্ধেও কি সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ নভেম্বর : পাকিস্তানের পরে এবার আর এক প্রতিবেশী চিনের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার বিষয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করল শিবসেনা। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা?]

জম্মু ও কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার বদলা নিতে সেপ্টেম্বরের শেষে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল অ্যাটাক করে ভারতীয় সেনা। জঙ্গিদের মোট ৭টি লঞ্চ প্যাড ধ্বংস করার পাশাপাশি বহু জঙ্গিকেও নিকেশ করা গিয়েছে বলে জানায় ভারতীয় সেনা। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

এবার চিনের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত!

এদিকে চিনও সীমানা পেরিয়ে এসে ভারতীয় গণ্ডীর মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে চলেছে। তা নিয়ে দু'দেশের মধ্যে সম্পর্কের শৈত্যও তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই নিজেদের মুখপত্র সামনা-য় শিবসেনার প্রশ্ন, 'পাকিস্তানের মতো চিনের বিরুদ্ধেও কি সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত?' [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

সামনা-র বক্তব্য, কেউ যখন রাজনৈতিক সভায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে হাততালি আদায় করে, তখন তাদের এটাও মাথায় রাখা উচিত, কীভাবে উত্তর-পূর্ব সীমান্তে চিন অবৈধভাবে অনুপ্রবেশ করে চলেছে। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ হয়ে সিকিম - গত কয়েকবছর ধরেই চিনের বাড়াবাড়ি চলছে সীমান্তে। ফলে কে চিনকে ঠেকাবে? প্রশ্ন তুলেছে সামনা-য় প্রকাশিত সম্পাদকীয়। [২০১৩ সালে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ইউপিএ সরকারও]

অভিযোগ উঠেছে লাদাখের ডেমচক এলাকায় চিনা সেনা ঢুকে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের একটি সেচ খাল তৈরির কাজ আটকে দিয়েছে। ফলে এমন ঘটনায় কি বার্তা যাচ্ছে, প্রশ্ন তুলেছে শিবসেনা। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরেরও এইবিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে।

English summary
Will there be surgical strikes against China : Shiv Sena to Centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X