For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন শশীকলা নটরাজন?

জে জয়ললিতার মৃত্যুর পরে তাঁর রেখে যাওয়া মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ও পন্নিরসেলভম। তবে খুব শীঘ্রই কি তাঁকে সরিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে দেখা যেতে পারে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৯ জানুয়ারি : জে জয়ললিতার মৃত্যুর পরে তাঁর রেখে যাওয়া মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ও পন্নিরসেলভম। তবে খুব শীঘ্রই কি তাঁকে সরিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে দেখা যেতে পারে সদ্য এআইএডিএমকের প্রধানের পদে বসা জয়া ঘনিষ্ঠ শশীকলা নটরাজনকে?

এই প্রসঙ্গে এআইএডিএমকে মুখপাত্র ভি মৈত্রেয়ান ঘুরিয়ে জানিয়েছেন, শশীকলাকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে দল তৈরি। যেদিন তিনি চাইবেন সেদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারবেন তিনি।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন শশীকলা নটরাজন?

এআইএডিএমকে-র ট্র্যাডিশন হল যিনি দলের প্রধানের দায়িত্ব সামলাবেন, তিনিই একইসঙ্গে দল ক্ষমতায় থাকলে মুখ্যমন্ত্রীর পদও সামলাবেন। তবে জয়া মারা যাওয়ার পরে সেটা হয়নি। আগে পন্নিরসেলভম মুখ্যমন্ত্রী হন, পরে শশীকলা এআইএডিএমকে-র সর্বোচ্চ পদে বসেন।

দলীয় সূত্রে খবর, শশীকলা আগামী ১২ অথবা ১৮ জানুয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। কারণ এই দুটি দিন অত্যন্ত শুভ। যদিও শশীকলার তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, গতবছরের ডিসেম্বরের ৫ তারিখ অসুস্থ জে জয়ললিতার মৃত্যু হয় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। তার আগে দীর্ঘ কয়েকমাস হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পরই ও পন্নিরসেলভম সরকারের দায়িত্ব গ্রহণ করেন।

English summary
Will Sasikala take over as Tamil Nadu CM? AIADMK spokesperson hints
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X