For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়োজনে আবার সার্জিক্যাল অ্যাটাক করব : সেনাপ্রধান বিপিন রাওয়াত

পরিস্থিতি উদ্বেগজনক হলে ফের পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অ্যাটাক চালাতে পারে সেনা। এমন ইঙ্গিতই দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : পরিস্থিতি উদ্বেগজনক হলে ফের পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অ্যাটাক চালাতে পারে সেনা। এমন ইঙ্গিতই দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।[৩০০ পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশে তৈরি : গোয়েন্দা রিপোর্ট]

দিল্লিতে একটি অনুষ্ঠানে রাওয়াত বলেন, "উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা কি করতে পারি সার্জিক্যাল স্ট্রাইক তারই একটি নমুনা।"[#FlashBack 2016: এবছর যে উল্লেখযোগ্য ৫ ঘটনায় শোরগোল পড়েছে দেশে]

প্রয়োজনে আবার সার্জিক্যাল অ্যাটাক করব : সেনাপ্রধান বিপিন রাওয়াত

সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই জেনারেল রাওয়াত বলেন, "বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন খানিকটা কমেছে। তা না হলে আমরা আবারও সার্জিক্যাল অ্যাটাকের সাহায্য নিতে পারি।"[এবার চিনের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত!]

এদিন রাওয়াত জানান, সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এখনও নিয়মিত চালানো হচ্ছে। তবে নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

তবে সার্জিক্যাল অ্যাটাকের ব্যাখ্যা দিতে গিয়ে রাওয়াত বলেন, "সবার আগে বুঝতে হবে কেন গত বছর সেপ্টেম্বরে সার্জিক্যাল অ্যাটাক করা হয়েছিল। আমদের বার্তা যদি বিপরীত দিকে স্পষ্ট না হয়, আমরা যদি দেখি সীমান্ত পার করে অনুপ্রবেশে উৎসাহ দেওয়া হচ্ছে তাহলে আবার আমাদের সার্জিক্যাল স্ট্রাইকের পথ অবলম্বন করতে হবে।"

পাশাপাশি এদিন জেনারেল রাওয়াত জানিয়েছেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর অনিচ্ছাকৃতভাবে সীমান্তপারে চলে যাওয়া চন্দু চবনকেও মুর্কি করবে বলে পাক সেনার তরফে নিশ্চিত করা হয়েছে।

এদিন, বিএসএফ জওয়ান তেজ বাহাদুরের খারাপ খাবারের অভিযোগ ভিডিওর প্রসঙ্গ তুলে রাওয়াত বলেন, "একটি করে উপদেশ তথা অভিযোগ বাক্স প্রত্যেক সেনা হেড কোয়ার্টারে রাখা হয়েছে। কোনও জওয়ানের কোনও বিষয়ে অভিযোগ থাকলে তা এই বাক্সে জানান। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করব। তাও যদি কারোর সমস্যায় নজর দেওয়া না হয়, সে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।"

English summary
Will do surgical strikes again if needed: Army chief Bipin Rawat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X