For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো নোট জমা করুন ৩০ ডিসেম্বরের আগেই, নইলে মহা বিপদ!

তাড়াতাড়ি করুন ৩০ ডিসেম্বরের মধ্যে আপনার কাছে থাকা পুরনো নোট ব্যাঙ্কে জমা না দিলে আপনার উপর মোটা অঙ্কের জরিমানা চাপাবে কেন্দ্র।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : নোট বাতিলের পর থেকে পুরনো নোট বদলের ৫০ দিনের সময়সীমা শেষ হতে আর বাকি মাত্র ৪ দিন। তার আগেই ফের নয়া নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। পুরনো নোট জমা না দিলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।[নোট বাতিল ঘিরে রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন!]

নতুন নির্দেশিকা অনুযায়ী, পুরনো নোটে ১০,০০০ টাকার লেনদেন শাস্তিযোগ্য অপরাধ হবে। বাতিল হওয়া নোটের (৫০০ ও ১০০০ টাকার নোট)সর্বোচ্চ ১০টি নোটই থাকতে পারবে ব্যক্তি বিশেষের কাছে। এই নির্দেশিকা ৩০ ডিসেম্বরের আগেই জারি করা হবে।[ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা জারি থাকবে ৩০ ডিসেম্বরের পরেও, বলছে ব্যাঙ্ক]

পুরনো নোট জমা করুন ৩০ ডিসেম্বরের আগেই, নইলে মহা বিপদ!

এই নতুন নির্দেশিকা মানা না হলে কি হতে পারে? নয়া আইন অনুযায়ী কারোর কাছে বাতিল নোটের ১০টির বেশি নোট পাওয়া গেলে ৫০,০০০ টাকা জরিমানা হতে পারে বা যে টাকার পরিমান নিয়ে প্রশ্ন উঠেছে তার ৫ গুন টাকা জরিমানা বা ৫০,০০০ টাকার মধ্যে যার পরিমাণ বেশি তা জরিমানা হিসাবে দিতে হবে।

৫০০ টাকার নোটের যোগান বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

এই নয়া নীতি যদি বাস্তবায়িত হয় তাবলে ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে এই সংক্রান্ত সরকারের ৬১ তম নীতি বা নির্দেশিকা হতে চলেছে এটি। যদি এই নির্দেশিকা লাগু হয় তাহলে সরকার আগে যে ঘোষণা করেছিল ৩০ ডিসেম্বরের পরেও ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত আরবিআই থেকে পুরনো নোট বদলে নতুন নোট নিতে পারবে সাধারণ মানুষ সেই ঘোষণা বাতিল হয়ে যাবে।[নতুন নোটে কালো টাকা বিদেশে পাচারেও ব্যবহার হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত]

বুধবার ক্য়াবিনেট বৈঠকে এই বিষয়টি তোলা হবে, এই সিদ্ধান্ত যদি সেখানে মান্যতা পায় তাহলেই তা নির্দেশিকার আকারে আনা হবে।

English summary
Hurry up! If you still own demonetised currency notes, then make it a point to exchange or deposit them in banks by December 31, or else be ready to be penalised heavily by the government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X