For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদায় সিবিআই তদন্ত শ্লথ, বামেদের অভিযোগ খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২২ ডিসেম্বর: সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত আশানুরূপভাবে এগোচ্ছে না, এই অভিযোগ নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল বামেরা। সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সীতারাম ইয়েচুরি প্রমুখ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ ভবনে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সারদা-কাণ্ডে সিবিআই শ্লথ গতিতে তদন্ত করছে, এই অভিযোগ তুলে কিছুদিন আগেই সূর্যবাবুরা জানিয়েছিলেন যে, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন। সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছে। সেই সময় প্রধানমন্ত্রী মঞ্জুর করায় আজ দুপুর একটা নাগাদ বামফ্রন্টের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কক্ষে দেখা করে। সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা ছাড়াও ছিলেন তরুণ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরএসপি নেতা অবনী রায়, সিপিআই নেতা পল্লব সেনগুপ্ত, ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজ প্রমুখ।

ককক

মজার ব্যাপার হল, এই নরেন্দ্র মোদীকেই কিছুদিন আগে পর্যন্ত 'অচ্ছুৎ' গণ্য করতে বামেরা। তাঁর ছায়াও মাড়াতে রাজি ছিল না সিপিএম। অথচ এখন রাজনীতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে শেষ করতে ভরসা সেই নরেন্দ্র মোদীই!

আপনারা কী বললেন প্রধানমন্ত্রীকে? বিমানবাবুর জবাব, "ক্রমশই তৃণমূলের রাঘববোয়ালরা জড়িয়ে পড়ছে। এক 'ম' গ্রেফতার হয়েছে। আর দুই 'ম' বাকি রয়েছে। কেন এদের সিবিআই ডাকছে না, কেন জেরা করা হচ্ছে না, সেই বিষয়টি আমরা জানিয়েছি প্রধানমন্ত্রীকে। বলেছি, নিরপেক্ষ তদন্ত করে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে। উনি বলেছেন, আপনাদের অভিযোগ খতিয়ে দেখব।"

ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, প্রমাণ ছাড়া যেন কাউকে দুমদাম করে গ্রেফতার না করা হয়। তাই সিবিআই প্রথমে প্রমাণ সংগ্রহ করছে, তার পর প্রভাবশালীদের ডাকছে বা পাকড়াও করছে। এর ফলে তদন্তে সময় লেগে যাচ্ছে। সিবিআই ইচ্ছাকৃতভাবে শ্লথ তদন্ত করছে, এটা বলা ঠিক নয়। প্রধানমন্ত্রী নিজে নিরপেক্ষ তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন। তিনিও বাম নেতাদের এটা বোঝান বলে খবর।

English summary
Why CBI moving slowly in Saradha case, PM to face this question from CPM today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X