For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতাভ অভিনীত 'পিঙ্ক'কে কেন 'A'সার্টিফিকেট দিল না সেন্সর বোর্ড?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিগত বেশকিছু ঘটনা উপলক্ষে বলিউডের সঙ্গে সেন্সর বোর্ডের বারবার খিটিমিটি লাগছেই। বোর্ডের সার্টিফিকেট দেওয়া ও দৃশ্যের কাটছাট নিয়েও বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের আগামী ছবি পিঙ্ক-কে সংলাপের চারটি কাট সমেত U/A সার্টিফিকেট দেওয়ায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

তবে সিবিএফসি-র তরফে বলা হয়েছে, যেভাবে পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের পরিস্থিতি চিত্রনাট্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে তাতে সন্তুষ্ট সেন্সর বোর্ড। আর তাই জনস্বার্থেই মহিলাদের উপর হিংসা অত্যাচারের দৃশ্যগুলিও রাখা হয়েছে। কোনও দৃশ্যেই কাটছাঁট করা হচ্ছে না।['পিঙ্ক' সিনেমায় কাজ করছেন একসঙ্গে ১০জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী-কুশলীরা, কে তাঁরা? জেনে নিন]

Why Pahlaj Nihalani did not give Amitabh Bachchan’s ‘Pink’ an adult certificate

সিবিএফসি চেয়ারম্যান পহলরাজ নিহলানির কথায়, "আকিরা এবং পিঙ্ক দুটিই ডার্ক শেডের শক্তিশালী ছিবি। যার চিত্রনাট্য খুবই কাঠখোট্টা। সাধারণত এই সব ছবি 'A' সার্টিফিকেট পায় অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্কদেক জন্য। কিন্তু সিবিএফসি-র ধারণা কিশোর-যুবক-যুবতীদেরও এই ধরণের ছবি দেখা উচিত। যাতে বাড়ির বাইরের বিপদ সম্পর্কে তারা ওয়াকিবহাল হতে পারে। সেই কারণেই এই ছবিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে।

এই ছবিতে অমিতাভ ছাড়াও এই ছবিতে তপসী পান্নু মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করছেন। পিঙ্ক মূলত কোর্টরুম ড্রামা থ্রিলার। তিনটি মেয়েকে নিয়ে এই গল্প যারা অপরাধ মূলক কাজে ফেঁসে যায়। তাঁদেরকে সম্ভবত সেই পুরুষেরাই যৌনহেনস্থা করে যারা আজ ভিক্টিম কার্ড প্লে করে কোর্টরুমে উপস্থিত হয়েছেন। এই ছবিতে কোনও আইটেম সং, গান বা নাচ

English summary
Why Pahlaj Nihalani did not give Amitabh Bachchan’s ‘Pink’ an adult certificate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X