For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিনার বাবার পরিচয় নিয়ে এখনও জোর ধন্দে পুলিশ

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৯ অগাস্ট : কে কার মেয়ে, কে কার বাবা এবং একে অপরের সঙ্গে কে কি সম্পর্কে জড়িয়ে রয়েছেন তা বের করতে গলদঘর্ম অবস্থা পুলিশের। একইসঙ্গে সংবাদমাধ্যমের অবস্থাও তথৈবচ। তবে এসবের মাঝে একটি জিনিস পরিষ্কার, শিনাকে খুন করার পিছনে সবচেয়ে বড় হাত ছিল ইন্দ্রাণীরই। [যাকে ইন্দ্রাণী খুন করেছেন বলে অভিযোগ, সে আসলে তার মেয়ে!]

সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। তবে কি কারণে শিনাকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। [শিনা বোরা হত্যাকাণ্ড : ঠিক কী ঘটেছিল সেদিন?]

শিনার বাবার পরিচয় নিয়ে এখনও জোর ধন্দে পুলিশ


অন্যদিকে অসমের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, উপেন্দ্রকুমার (ইন্দ্রাণীর সৎ বাবা) ও ইন্দ্রাণীর সন্তান হলেন শিনা। অর্থাৎ শিনার বাবা হলেন উপেন্দ্র যিনি আসলে তাঁর দাদু। পাশাপাশি আরও একটা ব্যাপার উঠে এসেছে সংবাদ শিরোনামে। [খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, গ্রেফতার কিশোর]

নিউজএক্স এর প্রাক্তন সিইও তথা সাংবাদিক বীর সাংভি একটি টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, সৎ বাবার হাতে সম্ভ্রম খোয়াতে হয়েছিল বলে একদা তাঁর কাছে খোলসা করেছিলেন ইন্দ্রাণী। [বোনের কাটা মাথা নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াল দাদারা]

এই ঘটনার তদন্ত করছেন খোদ মুম্বইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়া। তিনি জানিয়েছেন, শিনা খুন হন ২০১২ সালের ২৪ এপ্রিল। এরপরে সেই বছরেরই ২৩ মে তাঁর দেহ উদ্ধার করে রায়গড় পুলিশ। [২ মাসের মাথায় ফের 'সাইকো কাণ্ড'!]

English summary
Who was Sheena Bora's father - her grandfather?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X