For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যিশুখ্রিস্টের জন্মের আগের পুরনো মুদ্রা উদ্ধার হল ভারতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

অমৃতসর, ৮ সেপ্টেম্বর : যিশুখ্রিস্টের জন্মের আগের সময়ের পুরনো মুদ্রা উদ্ধার হল ভারতে। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভের তরফে জানা গিয়েছে মোট ৫৩৯টি পুরনো যুগের মুদ্রা সমেত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজনেই পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসছিল। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]

সবকটি মুদ্রারই ঐতিহাসিক মূল্য ও গুরুত্ব রয়েছে বলে জানা গিয়েছে। শুল্ক বিভাগের কমিশনার ক্যাপ্টেন সঞ্জয় গেহলট জানিয়েছেন, এর মধ্যে বেশ কয়েকটি মুদ্রা যিশুখ্রিস্টের জন্মেরও আগের। অর্থাৎ তা ২ হাজারেরও বেশি সময় পুরনো। [অষ্টম শতকের প্রাচীন ভারতীয় মূর্তি উদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রে]

যিশুখ্রিস্টের জন্মের আগের পুরনো মুদ্রা উদ্ধার হল ভারতে

জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে মোট ২৩৯টি মুদ্রা এক ভারতীয় ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে। সে পাঞ্জাবের আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করছিল। আর এক পাকিস্তানি নাগরিককে গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় সমঝোতা এক্সপ্রেসে করে ভারতে ঢোকার সময়ে। তার কাছে পাওয়া গিয়েছে ৩০০টি পুরনো যুগের মুদ্রা। [জলের শ্যাওলা থেকে জ্বালানি তেল তৈরি করছেন বিজ্ঞানীরা!]

শুল্ক বিভাগের তরফে জানানো হয়েছে, মুদ্রাগুলি উদ্ধারের পরই সংবাদমাধ্যমে জানানো হয়নি। কারণ সেগুলির ঐতিহাসিক গুরুত্ব নির্ণয়ের জন্য এএসআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। নিশ্চিত হওয়ার পরই তা সংবাদমাধ্যমকে জানানো হচ্ছে। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

এএসআই নিশ্চিত করে জানিয়েছে, এই মুদ্রাগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এগুলির মধ্যে ইন্দো-গ্রিক যুগের, শের শাহ সুরির আমলের ও অন্যান্য পুরনো সময়ের মুদ্রা রয়েছে। যার মধ্যে ৮টি মুদ্রা যিশুখ্রিস্টের জন্মেরও আগে বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া মুদ্রাগুলির মধ্যে ৮টি যিশুখ্রিস্টের জন্মের আগের সিংহ-হাতির ছবি আঁকা মুদ্রা, ৩২টি তক্ষশীলা আমলের, ১৪০টি মুদ্রা ইন্দো-গ্রিক যুগের, ১০০টি মুদ্রা মুঘল আমলের, ২০টি শের শাহ সুরির সময়ের, সুলতানদের সময়ের ২০টি মুদ্রা, ১১টি মুদ্রা আকবরের রাজত্বের, কুশান যুগের ১৯৩টি মুদ্রা ও লোধি সাম্রাজ্যের সময়ের ১৫টি মুদ্রা রয়েছে।

English summary
When train from Pakistan brought coins 2000 years old!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X