For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলে বসে 'রেডিও জকি'-র কাজ করছেন 'মুন্নাভাই' সঞ্জয় দত্ত

  • |
Google Oneindia Bengali News

পুনে, ২৭ জুলাই : পুনের ইয়েরওয়াড়া জেলের কয়েদিদের জন্য এখন বিনোদনের খামতি নেই। জেলেই একেবারে বিন্দাস রয়েছে নানা মামলায় সাজাপ্রাপ্ত বা শুনানি চলা কয়েদিরা। কারণ তাদের বিনোদনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুম্বই বিস্ফোরণে ঘটনায় অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত।

'লগে রহো মুন্নাভাই' সিনেমায় সঞ্জয় ওরফে মুন্নাভাই রেডিও জকি সেজেছিলেন। এখানেও একই দায়িত্ব পেয়েছেন তিনি। জেলে বসে পর্দার মতোই আসল জীবনেও রেডিও জকির কাজ করছেন মুন্না। জেলবন্দিরা প্রতিদিন দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত রেডিওয়ে সঞ্জয়ের গলা শুনছেন।

জেলে বসে 'রেডিও জকি'-র কাজ করছেন 'মুন্নাভাই' সঞ্জয় দত্ত


জানা গিয়েছে, পুনের ইয়েরওয়াড়া সেন্ট্রাল জেলের মধ্যে রেডিও অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে রীতিমতো অডিশন দিয়ে মুন্নাভাই রেডিও জকির কাজ পেয়েছেন। তার সঙ্গে আর একজন রয়েছে। সঞ্জয় দত্ত হিন্দি, ইংরেজি ও মারাঠি এই তিন ভাষা মিলিয়ে রেডিও জকি হিসাবে কাজ করছেন।

শুধু তাই নয়, জেল সূত্রে খবর, অন্য কয়েদিদের সাহায্য নিয়ে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় চিত্রনাট্যও নিজেই লিখছেন মুন্নাভাই।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে ইয়েরওয়াড়া জেলে এই রেডিও অনুষ্ঠান শুরু হয়। তারপর থেকে এটি চলছে। ইয়েরওয়াড়া জেলের সুপার যোগেশ দেশাই জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে বিখ্যাত সেলেবসদের সাক্ষাৎকার নেওয়াও শুরু হবে। পাশাপাশি জেলের কয়েদিদের সমস্য়া সমাধানে কাউন্সেলিং প্রোগ্রামও শুরু করা হবে।

মুম্বই বিস্ফোরণের ঘটনা সংক্রান্ত বেআইনি অস্ত্র রাখার মামলায় ৫৫ বছর বয়সী সঞ্জয় দত্তকে ২০১২ সালে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ টাডা আদালত। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। রেডিও জকির কাজ করা ছাড়া জেলে বসে কাগজের ব্য়াগও তৈরি করতে হয় তাকে।

English summary
When Bollywood star Sanjay Dutt turned RJ at Pune's Yerawada Jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X