For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে হোয়াটসঅ্যাপ-এর নতুন পরিষেবা

হোয়াটসঅ্যাপ-এ আসতে চলেছে নতুন' লাইভ লোকেশান শেয়ারিং' বা এলাকা নির্দেশকারী পরিষেবা।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : হোয়াটসঅ্যাপ-এ আসতে চলেছে নতুন' লাইভ লোকেশান শেয়ারিং' বা এলাকা নির্দেশকারী পরিষেবা। অ্যান্ড্রয়েড ও আইফোন গুলিতে 'হোয়াটসঅ্যাপ'-এর নতুন এই পরিষেবা পাওয়া যাবে।[ভোডাফোন ৩জি,৪জি ডেটা, আনলিমিটেড লোকাল-এসটিডি কলের নতুন প্যাক ঘোষণা]

নতুন এই পরিষেবার দরুন, হোয়াটসঅ্যাপ-এর কোনও বন্ধু কোথাও যাওয়ার সময় তাঁকে খুঁজে পাওয়া যাবে নতুন এই 'ফিচার'-এর দ্বারা। সম্ভবত হোয়াটসঅ্যাপ-এর পরের দিকের সংস্করণেই পাওয়া যাবে এই পরিষেবা।[আকর্ষণীয় দাম, বাজার এল Redmi Note 4]

আসছে হোয়াটসঅ্যাপ-এর নতুন পরিষেবা

মূলত এই পরিষেবা কেমন হবে, তা নিয়ে এখনও কাজ করে চলেছে কর্তৃপক্ষ। এর দ্বারা কোনও 'হোয়াটসঅ্যাপ গ্রুপ'-এ জানানো যাবে সেই 'গ্রুপ ' বা গোষ্ঠির কোনও সদস্য কোন এলাকায় রয়েছেন,বা তাঁর বর্তমান অবস্থান। গোটা বিষয়টি অনেকটা 'ফেসবুক'-এর অবস্থান নির্দেশকারী পরিষেবা 'লোকেশন অপশন'-এর মত।[১৫ ফেব্রুয়ারি থেকে এই টেলিফোন অপারেটরদের পরিষেবা বন্ধ হচ্ছে]

'হোয়াটসঅ্যাপ বিটা' -এর ২.১৭.৩.২৮ সংস্করণ 'আইফোনের' জন্য ও ২.১৬.৩৯৯ সংস্করণ 'অ্যান্ড্রয়েড'-এর জন্য তৈরি করা হয়েছে এই নতুন পরিষেবা। ফোনের হোয়াটসঅ্যাপ-এ 'শো মাই ফ্রেন্ডস' বলে একটি পরিষেবা থাকবে। তার থেকেই বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে ব্যবহারকারীর বর্তমান অবস্থান।[আপনার স্মার্টফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু কে? জেনে নিন]

এছাড়াও হোয়াটসঅ্যাপ-এর যোগাযোগ তালিকায় কোনও একজন বন্ধু তার 'স্ট্যাটাস মেসেজ' পরিবর্তন করলে তা বাকি বন্ধুদের কাছে পৌঁছে যাওয়ারও পরিষেবা আনা হচ্ছে। জানা গিয়েছে বর্তমানে 'হোয়াটসঅ্যাপ' কর্তৃপক্ষ গোটা বিষয়টির প্রযুক্তিগত দিক নিয়ে কাজ করছে।

English summary
WhatsApp May Soon Inform You If Friends Change Status Messages
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X