For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশকে শেষ কথোপকথনে কী বলেছিল দুর্ধর্ষ লস্কর জঙ্গি আবু দুজানা

কীভাবে এনকাউন্টার হল দুজানার তা সেনা সূত্রে জানা গিয়েছে। তাকে ফোন করা হয় আত্মসমর্পণের জন্য। তবে সে সরাসরি জানিয়ে দেয় আত্মসমর্পণ করা তার পক্ষে সম্ভব নয়।

  • |
Google Oneindia Bengali News

লস্কর ই তৈবার কাশ্মীরের প্রধান আবু দুজানাকে এনকাউন্টারে খতম করেছে নিরাপত্তারক্ষীরা। বুধবার পুলওয়ামায় এনকাউন্টার চালিয়ে আবু দুজানাকে খতম করা গিয়েছে। কীভাবে এনকাউন্টার হল দুজানার তা সেনা সূত্রে জানা গিয়েছে। তাকে ফোন করা হয় আত্মসমর্পণের জন্য। তবে সে সরাসরি জানিয়ে দেয় আত্মসমর্পণ করা তার পক্ষে সম্ভব নয়। গিলগিট-বালটিস্তানে নিজের বাবা-মাকে ছেড়ে জেহাদ করার জন্য সে বেরিয়ে পড়েছে।

পুলিশকে শেষ কথোপকথনে কী বলেছিল লস্কর জঙ্গি আবু দুজানা

সেনা অফিসারের সঙ্গে কথোপকথনে দুজানা জানিয়েছে, আমি শহিদ হতে ঘর ছেড়েছি। আমার আর কিছু করার নেই। আপনি আমাকে ধরেছেন। আপনাকে অভিনন্দন। তবে আত্মসমর্পণ করতে পারব না। যা আমার ভাগ্যে রয়েছে তাই হবে।

সেনা অফিসার দুজানাকে বলেন, নিজের বাবা-মায়ের জন্য আত্মসমর্পণ করুক দুজানা। তবে সে তাতে কর্ণপাত না করে জানায়, যেদিন বাড়ি ছেড়েছি, সেদিনই বাবা-মা আমার জন্য মরে গিয়েছে। এসব বলেই ফোন ছেড়ে দেয় দুজানা।

এরপরই মঙ্গলবার পুলওয়ামা জেলার হকরিপোরায় এনকাউন্টার চালিয়ে আবু দুজানাকে খতম করে নিরাপত্তারক্ষীরা।

English summary
What Lashkar e Taiba terrorist Abu Dujana said in his last conversation with security forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X