For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন 'এক পদ এক পেনশন' বিষয়টি ঠিক কী?

  • |
Google Oneindia Bengali News

বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভিকে সিং এদিন জানিয়েছেন, প্রাক্তন জওয়ানদের জন্য কেন্দ্রীয় সরকার "এক পদ এক পেনশন" স্কিম চালু করতে বদ্ধপরিকর। [পাসওয়ার্ড নয়, এখন ব্যাঙ্কে লেনদেন করুন শুধুমাত্র কণ্ঠস্বর শুনিয়ে]

ভিকে সিং বলেছেন, "বিজেপি সরকার সেনা-জওয়ানদের জন্য 'এক পদ এক পেনশন' স্কিম চালু করতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। যা যথেষ্ট নয়। আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও অর্থ বরাদ্দ করার জন্য অনুরোধ করেছি।"

জেনে নিন 'এক পদ এক পেনশন' বিষয়টি ঠিক কী?


আসুন জেনে নেওয়া যাক 'এক পদ এক পেনশন' বিষয়টি ঠিক কী?
  • 'এক পদ এক পেনশন' স্কিমে একই পদে কাজ করা দু'জন ব্যক্তি আলাদা আলাদা সময়ে কাজ করে অবসর নিলেও একই অর্থের পেনশন পাবেন।
  • ধরুন, কোন জওয়ান ২০১৪ সালে অবসর নিয়েছেন। তিনি ঠিক ততটাই পেনশন পাবেন যতটা আগামী ২০১৬ বা ২০১৭ সালে অবসর নিতে চলা জওয়ানরা পাবেন।
  • এতদিন বেতন কমিশনের টাকা বাড়া-কমার জন্য পেনশনের টাকা একেক জনের জন্য একেক রকম হতো। কারণ প্রতি বছরই বেতন কমিশনে টাকা বাড়ত। ফলে পরে অবসর নিলে বেশি মাইনে নিয়ে যাঁরা শেষ করতেন, পেনশনও তাঁদের বেশি হতো।
  • ষষ্ঠ বেতন কমিশনের পরই এই ফারাক আরও বেড়ে যায়।
  • অর্থাৎ ১৯৯৬ সালে কোনও জওয়ান অবসর নিলে ২০০৬ সালে অবসর নেওয়া জওয়ানের থেকে ৮২ শতাংশ কম পেনশন বা অবসরকালীন ভাতা পেতেন।
  • এই সুবিধা চালু হলে সেনা জওয়ানদের পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও এর আওতায় আসবেন।
English summary
What is One Rank, One Pension Scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X