For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"আগেও সীমান্ত পার করে অভিযান চালিয়েছে সেনা, কিন্তু এবারের 'সার্জিক্যাল অ্যাটাক' সম্পূর্ণ আলাদা"

ভারতীয় সেনা আগেও সীমান্ত পার করে অভিযান চালিয়েছে। কিন্তু ২৯ সেপ্টেম্বর অভিযান সন্ত্রাস ঘাঁটি গুঁডিয়ে দেওয়ার জন্য প্রথমবার করেছে ভারতীয় সেনা। বিদেশ সচিব এস জয়শঙ্কর জানিয়েছেন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : বেশ কিছু দিন কেটে গেলেও সার্জিক্যাল অ্যাটাক নিয়ে আলোচনা এখনও চলছে। একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনার সার্জিক্যাল অ্যাটাককে ইজরায়েলি বাহিনীর গোপন অপারেশনের সঙ্গে তুলনা করছেন সেখানে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের আধিকারিকরা রাহুল গান্ধী-সহ সাংসদদের একাংশের কাছে সার্জিক্যাল অ্যাটাকের বিশেষ বৈশিষ্ট ব্যাখ্যা করছেন। [ভারত সার্জিক্যাল অ্যাটাক করেছে, প্রমাণ দিলেন খোদ পাকিস্তান পুলিশের এসপি]

যদিও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এবিষয়ে নিজে থেকে কিছু জানতে না চাইলেও সংসদীয় প্যানেলের অন্যান্য বেশ কয়েকজন সদস্য বিদেশ মন্ত্রকের আধিকারিকদের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখেন। বিদেশ সচিব এস জয়শঙ্করের কাছে তারা জানতে চান ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল অ্যাটাক কী প্রথম "আন্তঃসীমান্ত হামলা"? [সার্জিক্যাল অ্যাটাক: বিকট শব্দে বিস্ফোরণ, ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে লাশ, বিবরণ প্রত্যক্ষদর্শীদের]

কংগ্রেসের সত্যব্রত চতুর্বেদীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়শঙ্কর সংসদের পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে জানান, "এর আগেও সীমান্ত পার করে গিয়ে ভারতীয় সেনা হামলা চালিয়েছে। তবে তার সঙ্গে উরি পরবর্তী ভারতীয় সেনার সীমান্তপার অপারেশনের প্রকৃতি অনেকটাই আলাদা। এটি আলাদা তার আরও একটি কারণ এবারের মতো অতীতের সেনা অভিযানের ঘটনা প্রকাশ্য করা হয়নি।" [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

বিদেশ সচিবের ব্যাখ্যা, "২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল অ্যাটাক পাকিস্তান সহ গোটা বিশ্বকে কড়া বার্তা দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে, যাতে কেউ না ভাবে সন্ত্রাস হামলার জবাবে ভারত মুখ বুজে সব সহ্য করবে। আর সেই কারণেই এই সেনা অপারেশনের কথা প্রকাশ্যে আনা জরুরী ছিল।" [ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]

তবে জয়শঙ্করের যুক্তিকে ততটা গুরুত্ব না দিয়েঅ কংগ্রেসের দাবি, ইউপিএ সরকারের আমালে কমপক্ষে তিনবার সীমান্ত পার করে গিয়ে ভারতীয় সেনা হামলা চালিয়েছে।

তবে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রিকর কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে জানিয়েছে, এর আগে আন্তঃসীমান্ত যে অভিযান সেনা চালিয়েছিল তা টার্গেট ভিত্তিক, সীমিত ও নিয়ন্ত্রিত ছিল। যার জন্য সরকারি ছাড়পত্রের প্রয়োজন হয়নি, স্থানীয় সেনা কমান্ডার স্তরেই সিদ্ধান্ত নেওয়া গিয়েছিল। [সার্জিক্যাল অ্যাটাকের পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রীর : মনোহর পার্রিকর]

কংগ্রেস-বিজেপি তরজা এড়িয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, "যা হয়েছে তার পুরো কৃতিত্ব উর্দিধারী জওয়ানদের। যারা সীমান্ত রক্ষায় ব্যস্ত এবং নিঃস্বার্থভাবে প্রয়োজনীয় কাজটুকু করে চলেছে তাদের। এই ধরনের অভিযান আগেও হয়েছে, তবে এই প্রথমবার আরএসএস, প্রতিরক্ষা মন্ত্রী আর এখন প্রধানমন্ত্রী কৃতিত্ব জবরদখলের প্রতিযোগিতায় নেমেছেন।"

English summary
What Government Told Parliamentary Panel On Surgical Strikes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X