For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই হামলা : ভিডিও কনফারেন্সে ডেভিড হেডলির বিস্তারিত বয়ান

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৮ ফেব্রুয়ারি : ২৬ নভেম্বর ২০০৮ সালের ভয়াবহ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড কোলেমন হেডলি মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের সাজা কাটছে। রাজসাক্ষী হলে সাজা মকুব হবে এই শর্তে মার্কিন মুলুকের জেলে বসেই মুম্বইয়ের দায়রা আদালতের বিচারককে ভিডিও কনফারেন্সে জবানবন্দি দিয়েছে হেডলি। আর তাতে একেবারে সামনে চলে এসেছে পাকিস্তানের সরকারের এই ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথা।

মুম্বই হামলা : ভিডিও কনফারেন্সে ডেভিড হেডলির বিস্তারিত বয়ান

ঠিক কী বিস্ফোরক তথ্য এদিন সামনে এনেছে হেডলি তা জেনে নিন নিচে

  • ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার আগে সাতবার আমি ভারতে এসেছিলাম। মোট সাতবার আমি হামলার আগে ভারতে এসেছিলাম।
  • প্রতিবারই পাকিস্তান থেকে ভারতে এসেছি আমি। একবার শুধু সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে এসেছিলাম। ভারতে প্রথমবার এসে মুম্বই শহরের ভিডিও তুলি।
  • মুম্বই হামলার পরে ২০০৯ সালে মার্চেও ফের একবার আমি ভারতে আসি। সেবার লাহোর থেকে দিল্লিতে গিয়েছিলাম আমি।
  • জাল পরিচয়ে ভারতে এসেছিলাম আমি। আর সেই সব পরিচয় পত্র আমায় জোগাড় করে দেয় সাজিদ মীর।
  • ভারতে আসার আগে দাউদ গিলানি নাম বদলে ডেভিড কোলমন হেডলি হয়ে যাই আমি। যাতে ভিসা পেতে সুবিধে হয়।
  • গোটা ঘটনায় প্রথম থেকেই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা।
  • আমি লস্করের একজন অনুগত ছিলাম এবং এর নেতৃত্বের অনুপ্রেরণা ও মদতে আমি ভারত বিরোধী ষড়যন্ত্রের অংশ হই।
  • আমার হ্যান্ডলার সাজিদ মীর আমায় ভারতে একটি অফিস খুলতে বলেছিল। যাতে ছদ্মবেশে কাজ করতে সুবিধে হয়।
  • নিয়মিত পাকিস্তানে যাতায়াত ছিল আমার। ভারতে এসে পাঁচ বছরের ব্যবসায়িক ভিসাও পেয়েছিলাম আমি।
  • মুম্বইয়ে হামলার আগে মোট ২ বার হামলা চালানোর চেষ্টা হয়েছিল। তবে সেই দুবার ব্যর্থ হওয়ার পরে অবশেষে তৃতীয়বারে সফল হই আমরা।
  • সেবারই নভেম্বরের প্রথম সপ্তাহে লস্কর জঙ্গিরা ছোট ডিঙ্গি নিয়ে মুম্বইয়ের সৈকতে ঢোকার আগেই বিফল হয়।
  • এরপরে ২৬ নভেম্বর ২০০৮ এর দিন আমি সাজিদের একটি এসএমএস পাই। সেখানে বলা হয়, টিভি খুলে দেখ, অপারেশন শুরু হয়ে গিয়েছে।
  • মুম্বই হামলার পরে আমার সাজিদের সঙ্গে দেখা হয়। সে আমাকে বলে, আজমল কসাভকে ছাড়ানোর বহু চেষ্টা করা হয়েছে। তবে তাকে মুক্ত করা যায়নি।
  • প্রথমবার আফগান-পাকিস্তান সীমান্তে আমায় গ্রেফতার করা হয়। আমায় দেখতে বিদেশিদের মতো ছিল। সেইসময়ে আমার পরিচয় হল আইএসআই অফিসার মেজর আলির সঙ্গে। এরপরে মেজর ইকবাল ও সাজির মীরের সঙ্গে আলাপ হয় আমার।
  • ভিডিও কনফারেন্সে হেডলি জানিয়েছে, লস্কর প্রধান হাফিজ সঈদের সঙ্গে বহুবার মিটিং হয়েছে তার। হাফিজ সঈদই যে লস্করের মাথা সেটাই স্পষ্ট করেছে হেডলি।
English summary
What David Headley tells court about Mumbai attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X