For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"আইএসে যোগ দিয়ে ভালো আছি", জঙ্গি দলে নাম লেখানো কেরল যুবকদের বার্তা বাড়িতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

তিরুবনন্তপুরম, ২৫ জুলাই : কিছুদিন ধরেই কেরলের কয়েকজন যুবক নিখোঁজ ছিল। বাড়ির লোক থেকে শুরু করে প্রশাসন ধরেই নিয়েছিল নিখোঁজ যুবকেরা আইএসে যোগ দিয়েছে। আর হয়েছেও তাই। নিখোঁজ যুবকদের কয়েকজন বাড়িতে বার্তা পাঠিয়ে জানিয়েছে তাদের আইএসে যোগদানের কথা। [কীভাবে হত্যালীলার ধরন বদলেছে আইএসআইএস, সূত্র পেলেন গোয়েন্দারা]

সূত্রের খবর, কেরলের নিখোঁজ যুবকদের কয়েকজন কাসারগড়ে তাদের বাড়িতে জানিয়েছেন, সত্যিকারের ইসলামিক পথের সন্ধান তারা পেয়েছে। [পশ্চিমবঙ্গেও এবার আইএসের ছায়া! বর্ধমানে আটক যুবকের সিরিয়া-যোগ!]

আইএসে যোগ দিয়ে ভালো আছি, কেরলের নব্য জঙ্গিদের বার্তা বাড়িতে

গত শুক্রবার বাড়িতে টেলিগ্রাম মেসেঞ্জারে বার্তা পাঠিয়েছে আসফাক নামে এক যুবক। তার বাড়ি কেরলের পদান্ন জেলায়। ভয়েস মেসেজে সে জানিয়েছে, আইএসে যোগ দিয়ে সে ভালো আছে। এমনকী বাড়িতে মা কেমন রয়েছে সেকথাও সে জিজ্ঞাসা করেছে। [টাকা জোগাতে ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের]

যে টেলিগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে সে বার্তা পাঠিয়েছে তা কিছুক্ষণ পরে আপনা থেকেই মুছে যায়। পরে আর চেয়েও আসফাকের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে তার বোন। [ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ধরে জঙ্গি দলে ঢোকাতে চাইছে আইএস]

অন্যদিকে, আর অন্য যুবকেরা ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। তাদের পরিবারও মনে করছে নিখোঁজরা সম্ভবত আইএস জঙ্গি দলে নাম লিখিয়েছে।

এক্ষেত্রে পুলিশের বক্তব্য, আমরা কোনওমতেই এই যোগাযোগের মাধ্যম বন্ধ হোক তা চাই না। তবে পরিস্থিতির উপরে কড়া নজর রয়েছে আমাদের। তবে এই যুবকেরা আইএসের এলাকায় থেকেই বার্তা পাঠাচ্ছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কিছু বার্তায় পরিবারের উদ্দেশ্যে নব্য জঙ্গিরা জানিয়েছে, কেন তারা নরকে বসবাস করছে। অর্থাৎ তাদের কথায়, আইএসের বানানো স্বর্গে গিয়ে তাদের বসবাস করা উচিত।

রবিবার কেরল পুলিশ আরিশ কুরেশি ও রিজওয়ান খান নামে দুই আইএস সন্দেহভাজনকে মুম্বই থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এদের সঙ্গে নিখোঁজ যুবকদের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। সেভাবেই তদন্ত এগোনো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

English summary
We are okay in Islamic State: Kerala youths contact family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X