For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?

যদিও সরকার বারবার জোর দিচ্ছে নতুন নোট জাল করা কঠিন। তবুও নতুন নোটটি যে আসল তা নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি জিনিস আগে থেকে জেনে রাখা প্রয়োজন।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ নভেম্বর : বাতিল হওয়া ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বদলে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কগুলিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে।

হাতে হাতে ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে বাজারে ছেয়ে যাচ্ছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।

এই প্রথমবার বাজারে আনা হল ২০০০ টাকার নোট। বেগুনি রংয়ের রংয়ের নতুন এই নোটে গান্ধীজি তো রয়েছেনই, তবে নতুন করে চলে এসেছে 'মঙ্গলযান'।

যদিও সরকার বারবার জোর দিচ্ছে নতুন নোট জাল করা কঠিন। তবুও নতুন নোটটি যে আসল তা নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি জিনিস আগে থেকে জেনে রাখা প্রয়োজন।

নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?

১. নোটের নথিভুক্ত সি-থ্রু মুদ্রিত অঙ্ক। আলোর সামনে ধরলে নোটের এই জায়গায় ২০০০ লেখা দেখা যাবে।

২. চোখের সমান্তরালে ধরে নোটটিকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে নোটে ২০০০ সংখ্যার সুপ্ত ছবি দেখা যাবে।

৩. দেবনগরী হরফে লেখা ২০০০ টাকা।

৪. নোটের মধ্যিখানেই মহাত্মাগান্ধীর ছবি।

৫. মাইক্রোলেটারে লেখা 'RBI' ও '২০০০'।

নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?

৬, নোটে মহাত্মা গান্ধীক ছবির পাশে 'সিকিউরিটি থ্রেড'। নোটটি বাঁকানো হলে এই থ্রেডের রং সবুজ থেকে নীলে বদলে যায়।

৭. সুরক্ষাবিধি, আরবিআই গভর্নরের সই এবং ডানদিকে আরবিআই-এর চিহ্ন।

৮. মহাত্মা গান্ধীর ইলেক্ট্রোটাইপ জলছবি।

৯. অঙ্ক প্যানেলের সংখ্যা ডান দিক থেকে বাঁদিকে বড় থেকে ছোট হতে হতে আসে। এটি নোটের ডানদিকের নিচের দিকে থাকে।

১০. টাকার নোটের অঙ্ক মুদ্রার চিহ্নের সঙ্গে ডানদিকে লেখা রয়েছে। এর রংও সবুজ থেকে নীল রংয়ে পরিবর্তিত হয়।

নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?

১১. ডানদিকে অশোকস্তম্ভের ছবি।

১২. ডানদিকে অনুভূমিক আয়তক্ষেত্রে লেখা ২০০০। (এই ছাপা উঁচু হয়ে থাকবে, যাতে দৃষ্টিহীনদের জন্য প্রযোজ্য।)

১৩. ৭টি কৌনিক চেরা লাইন, ডানদিকে ও বাঁদিকে ছাপানো রয়েছে। (এই ছাপা উঁচু হয়ে থাকবে, যাতে দৃষ্টিহীনদের জন্য প্রযোজ্য।)

১৪. নোটের বাঁদিকে নোট ছাপার সাল লেখা

১৫. স্বচ্ছ ভারতের স্লোগান ও চিহ্ন।

নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?

১৬. নোটের পিছনের দিকে মধ্যিখানে ভাষা প্যানেল

১৭, নোটের পিছনে মধ্যিখানে মঙ্গলযানের ছবি।

১৮. নোটের পিছনের দিকের ডানদিকে দেবনগরীতে লেখা নোটের অঙ্ক।

১৯. ৫০০ টাকার নোটের সামনের দিকে ডানদিকে একটি ভরাট গোল চিহ্ন। (এই ছাপা উঁচু হয়ে থাকবে, যাতে দৃষ্টিহীনদের জন্য প্রযোজ্য।)

২০. পাঁচশো টাকার ক্ষেত্রে ৫টি কৌনিক চেরা লাইন, ডানদিকে ও বাঁদিকে ছাপানো রয়েছে। (এই ছাপা উঁচু হয়ে থাকবে, যাতে দৃষ্টিহীনদের জন্য প্রযোজ্য।)

২১. লাল কেল্লা : ভারতীয় পতাকা সহ ভারতীয় ঐতিহাসিক কেল্লার ছবি।

English summary
Ways to check if your new Rs 2000, Rs 500 notes are real
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X