For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার বক্তৃতা থামানো উচিত ছিল'-গজেন্দ্রর মৃত্যু প্রসঙ্গে ক্ষমা চাইলেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : আপের জনসভায় প্রকাশ্যে হাজার হাজার লোকের সামনে রাজস্থানের কৃষক গজেন্দ্র সিংয়ের আত্মহত্যার ঘটনার ২ দিন পরে সভা চালিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

এনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, "আমার মনেহয় আমি ভুল করেছি। আমার তখন সভা চালিয়ে যাওয়াটা উচিত হয়নি। আমি ওই মুহূর্তে এটা ভাবিনি। আমি যদি কারোর আবেগকে আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি।"

'আমার বক্তৃতা থামানো উচিত ছিল'-গজেন্দ্রর মৃত্যু প্রসঙ্গে ক্ষমা চাইলেন কেজরিওয়াল

দুদিন ধরে ক্রমাগত বিরোধীদের আক্রমণের মুখে আজ তিনি স্বীকার করলেন, "কেউ বুঝতে পারেনি ওই ব্যক্তি সত্যি সত্যিই আত্মহত্যা করবে বলে।"

যন্তরমন্তরে সরকারের জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় সভার আয়োজন করেছিল আম আদমি পার্টি। আর সেই সভাতেই গাছে চড়ে সেখান থেকে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়ে আত্মহত্যা করেন এক কৃষক।

২৫ মিনিট ধরে গজেন্দ্র গাছের উপর বসে ছিলেন, কোনও আপকর্মী বা পুলিশকর্মী তাঁকে সেখান থেকে নামিয়ে আনার কোনও উদ্যোগই নেননি। দিল্লি পুলিশ এফআইআর-এ জানিয়েছে আপ কর্মীরা গজেন্দ্রকে বাঁচানোর ক্ষেত্রে কোনও সহযোগিতা করেননি। বরং হাততালি দিয়ে সিটি বাজিয়ে গজেন্দ্রকে এই কাজের জন্য উষ্কানি দিয়েছেন।

কেজরিওয়াল আজ জানিয়েছেন, মঞ্চ থেকে ওই ব্যক্তিকে গাছের উপর দেখতে পাওয়া গেলেও গণ্ডগোলের আশঙ্কায় তিনি নিজে বা কোনও আপ কর্মী মঞ্চ থেকে কিছুই ঘোষণা করতে পারছিলেন না। তিনি বলেন, "যখন ওনাকে নীচে নামানো হয়, তখন আমরা শুনতে পাই তিনি তখনও জীবিত ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি আমার বক্তৃতা ফের শুরু করি। আমি বলেওছিলাম, কথা বলতে ভাল লাগছে না আমার, ১ ঘন্টার জায়গায় মাত্র ১০ মিনিট বলেছিলাম আমি।" এই ঘটনার পর তিনি দুরাত্রি ঘুমতে পারেননি বলেও জানিয়েছেন।

যদিও ক্ষমাপ্রার্থী কেজরিওয়ালের প্রসঙ্গে বিজেপির নলীন কোহলি বলেন, "সেই দিনই প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা এই ক্ষমা গ্রহণ করছি না। তিনি নিজের ন্যায্যতা প্রমানের জন্য এইসব বলছেন এখন। "

English summary
'Was Wrong to Make Speech': Arvind Kejriwal Apologises After Outrage Over Farmer's Death at his Rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X