For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থাকে কিনে নিতে চলেছে ভোডাফোন

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন টেলিকম দুনিয়ায় নতুন চমক আনতে চলেছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আইডিয়া সেলুলার সংস্থাকে কিনে নিতে চলেছে তারা।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন টেলিকম দুনিয়ায় নতুন চমক আনতে চলেছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আইডিয়া সেলুলার সংস্থাকে কিনে নিতে চলেছে তারা। এদিন এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে ভোডাফোন।

এর ফলে টেলিকম বাজারে যে প্রতিযোগিতার ইঁদুর দৌড় চলছে তা থেকে অনেকটাই উপরে উঠে যাবে ভোডাফোন। ভোডাফোনের তরফে বলা হয়েছে, আইডিয়ার মূল কোম্পানি আদিত্য বিড়লা গোষ্ঠীর সঙ্গে এই নিয়ে কথা চলছে।

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থাকে কিনে নিতে চলেছে ভোডাফোন

রিলায়েন্স জিও বাজারে আসার পরে টেলিকম বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থা। অন্য টেলিকম সংস্থাগুলির ব্যবসা প্রায় লাটে উঠেছে। এই অবস্থায় দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা আইডিয়াকে সঙ্গী করতে পারলে এয়ারটেলকে সরিয়ে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা হবে ভোডাফোনই।

আপাতত যা অবস্থা তাতে কে গোটা ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে কথাবার্তা চলছে। সবকিছু ইতিবাচক হলে তাহলেই দুটি সংস্থা মিলে এক হবে। এদিকে এই দুটি সংস্থা এক হলে শুধু আয় ও গ্রাহক সংখ্যার দিক থেকেই নয়, সারা দেশে টাওয়ারের দায়িত্বে থাকা ইন্দাস টাওয়ারেরও ৫৮ শতাংশ নিজেদের অধীনে নিতে সক্ষম হবে।

English summary
Vodafone said on Monday it was in talks to merge its Indian operations with rival Idea Cellular in an all-share deal that could help the groups counter the fierce competition in the market.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X