For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির এই টুইট বছরের 'সবচেয়ে প্রভাবশালী' তকমা পেয়েছে

টুইটার তাদের বার্ষিক একটি রিপোর্ট পেশ করেছে। তাতে বছরের সেরা প্রভাবশালী মুহূর্ত, টুইট, হ্যাশট্যাগ ইত্যাদি রয়েছে। তাতে বিরাটের টুইট ২০১৬ সালের গোল্ডেন টুইট হিসাবে স্বীকৃতি পেয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর : টুইটার তাদের বার্ষিক একটি রিপোর্ট পেশ করেছে। তাতে বছরের সেরা প্রভাবশালী মুহূর্ত, টুইট, হ্যাশট্যাগ ইত্যাদি রয়েছে। আর জানেন কি কে হয়েছেন এবছরের সেরার সেরা? তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের সেরা পিন-আপ বয় বিরাট কোহলি।

এবছরের মার্চ মাসে টি২০ বিশ্বকাপ জিততে না পারার পরে ক্রিকেট ভক্তেরা হারের জন্য ফের একবার অনুষ্কা শর্মাকে দায়ী করে কটূক্তি করেন। সেই ঘটনায় ক্ষুব্ধ বিরাট টুইট কের সমালোচকদের একহাত নিয়ে অনুষ্কার পাশে দাঁড়ান।

বিরাট কোহলির এই টুইট বছরের 'সবচেয়ে প্রভাবশালী' তকমা পেয়েছে

টুইটে বিরাট জানিয়েছিলেন, সকলের সংযত রুচিবোধ থাকা উচিত। অনুষ্কা সবসময় আমাকে ইতিবাচক থাকতে সাহায্য করেছে। এই টুইট করার পরই তা ভাইরাল হয়ে যায়। বান্ধবীর সমালোচনার পরে বিরাট এভাবে প্রতিবাদ জানাবেন তাও আবার স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে, তা অনেকেই ভাবতে পারেননি।

সেই টুইটটিই ২০১৬ সালের গোল্ডেন টুইট হিসাবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন টুইটারের দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের ম্যানেজিং ডিরেক্টর মায়া হরি। তাঁর মতে, রোল মডেলের মতো বিরাট একটি ঘটনার প্রতিবাদ করেছেন, মহিলার পাশে দাঁড়িয়েছেন। ফলে এটাই সেরার সেরা স্বীকৃতি পেয়েছে।

English summary
Virat Kohli’s post for Anushka Sharma was 2016’s most influential tweet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X