For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিআইপি অপসংস্কৃতি: মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের সফরসঙ্গীর জন্য বিমান উড়ল ৫৭ মিনিট দেরিতে

Google Oneindia Bengali News

মুম্বই, ১ জুলাই : ভিআইপি-ভিভিআইপি সংস্কৃতিতে নাজেহাল ভারতের আর একটি জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল সোমবার। সোমবার এয়ারইন্ডিয়ার বিমানে মুম্বই থেকে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের। তিনি বিমানে চড়েও গিয়েছিলেন। কিন্তু তাঁর সফরসঙ্গী ব্যক্তিগত সচিবের বৈধ নথি না থাকায় তাকে আটকে দেওয়া হয়। আর তার জেরেই প্রায় ১ ঘন্টা দেরিতে উড়ল বিমান।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সঙ্গী প্রবীন পরদেশীকে বিমানবন্দর আটকানো হয়, কারণ তাঁর কাছে যে পাসপোর্ট ছিল তার সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। আর সেই কারণে ওই বিমানের অন্যান্য যাত্রীদের প্রায় ৫৩ মিনিট অপেক্ষা করানো হয়, যাতে ততক্ষণে নতুন পাসপোর্ট পরদেশীর কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

ভিআইপি অপসংস্কৃতি: মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের সফরসঙ্গীর জন্য বিমান উড়ল ৫৭ মিনিট দেরিতে

সরকারি কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন ফাডনবিশ। তাঁর প্রতিনিধি দলের মধ্যে পরদেশীও ছিলেন।

যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গীর কারণে বিমান ওড়ায় বিলম্বের বিষয়টি অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটি ও এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রেল)-এর জেরেই ৫৭ মিনিট বিলম্ব হয়েছে।

ফাডনবিশ নিজেও টুইট করে এই ঘটনা ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, ততক্ষণে বিমানে চড়ে গিয়েছেন দেবেন্দ্র ফাডনবিশ। কিন্তু বিমানে ওঠার আগেই ভিসা না থাকায় পরদেশীকে আটকে দেওয়া হয়। কারণ তাঁর কাছে বৈধ পাসপোর্টই ছিল না।

এরপর পরদেশীর পাসপোর্ট আসার পর ভিসা ছিল না, অথচ বোর্ডিং পাস ছিল। কিন্তু ভিসা ছাড়া বিমানে উঠতে পারবেন না তিনি। আর সেই কারণেই বিমান ছাড়তে দেরি হয়।

English summary
VIP Culture. Air India Flight Delayed by Chief Minister Fadnavis' Aide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X