For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) ডিম্পল যাদবকে 'মহিলা রাহুল গান্ধী' আখ্যা নিন্দুকদের, সৌজন্যে তাঁর সংসদ বক্তৃতা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাজবংশের রাজনীতি ভারতীয় রাজনীতিতে একটি অত্যন্ত জনপ্রিয় শব্দ। দিল্লিতে গান্ধী পরিবার হোক বা বিহারে যাদব পরিবার, বংশপরম্পরায় রাজনৈতিক নেতা হওয়ার উদাহরণ ভুরি ভুরি রয়েছে। উত্তরপ্রদেশের যাদব পরিবারও মোটেই পিছিয়ে নেই। আমরা কথা বলছি সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের কথা, যার ছেলে অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং পুত্রবধূ ডিম্পল যাদব লোকসভার সদস্য।[অভাবনীয় প্রতিশোধ : 'প্রতারক' প্রেমিকের যৌনাঙ্গে আগুন ধরিয়ে ভিডিও ইউটিউবে পোস্ট করল তরুণী!]

বর্তমান নেতানেত্রীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রাজনীতির লড়াই স্বইচ্ছায় নামেননি, বরং নামানো হয়েছে (উল্লেখ্য আমরা এখানে কিন্তু মোটেই রাহুল গান্ধীর বিষয়ে কথা বলছি না)। এই তালিকার অন্যতম নাম ডিম্পল যাদব। আর তার প্রমাণও রয়েছে আমাদের হাতে। লোকসভায় দাঁড়িয়ে যে ভুলভাল বক্তৃতা দিলেন ডিম্পল তার ভিডিও ফুটেজই প্রমাণ হিসাবে যথেষ্ট। [Viral Video: "আমি মেয়ে? আর তাই আপনার অধিকার আছে যখন ইচ্ছে যেখানে খুশি আমায় ছোঁয়ার?"]

(ভিডিও) ডিম্পল যাদবকে 'মহিলা রাহুল গান্ধী' আখ্যা নিন্দুকদের, সৌজন্যে তাঁর সংসদ বক্তৃতা!

এই ভিডিওটি ভারতের 'পলিটিকাল পাপ্পু'-কে জোর টক্কর দিতে পারে। লোকসভায় দাঁড়িয়ে কয়েক মিনিটের বক্তৃতায় যেভাবে বারবার হোঁচট খেলেন ডিম্পল, যেন মনে হচ্ছিল কঠিন সব হিন্দি শব্দ উচ্চারণ করতে গিয়ে তাঁর দাঁত খুলে যাচ্ছে। আর তাই দেখে একাধিক সাংসদের মুখে বাঁকা হাসির ঝিলিক দেখা গেল। [রাহুল গান্ধীর ঘটনা থেকে শিক্ষা নিন ভারতীয় বাবা-মায়েরা ]

লোকসভায় ডিম্পলের বক্তৃতা দেখে অনেকে ডিম্পলকে ইতিমধ্যে রাহুল গান্ধীর মহিলা সংস্করণ আখ্যা দিতে শুরু করেছে। সময় নষ্ট না করে আপনিও দেখে নিন ভিডিওটা আর প্রাণ খুলে কিছুটা হেঁসে নিন। [(ভিডিও) বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল শ্বাশুড়ির উপর বউমার অত্যাচারের নৃশংস ছবি]

English summary
[Watch] Dimple Yadav’s ‘Blunderful’ Speech Hints She Might Join The Ranks Of Rahul Gandhi!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X