For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিনা সৈন্যদের কতটা মার মেরেছে ভারতীয় সেনারা, সামনে এল ভাইরাল ভিডিও

লাদাখে ভারত এবং চিন-এর সেনাদের মধ্যে মারপিটের ভিডিও প্রকাশ্যে এল। সেইসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকও এই মারপিটের ঘটনার কথা স্বীকার করেছে।

Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসে লাদাখের প্যাংগং লেকের ধারে ভারত ও চিন-এর সেনাদের মধ্যে মারপিটের ভিডিও প্রকাশ পেল। কে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তা জানা যায়নি। তবে, ভিডিওটিতে দেখা গিয়েছে চিনের সেনাদের সঙ্গে জোর হাতাহাতি এবং ঘুষোঘুষি চলছে ভারতীয় সেনাদের। এরই মাঝে কয়েকজন চিনা সৈন্যেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তেও দেখা যায়। ভারতীয় সেনারাও পাল্টা চিনা সেনাদের পাথর ছোঁড়ে- সে দৃশ্যও এই ভিডিও-তে বন্দি হয়েছে।

দেখুন সেই ভিডিও---

ভারতীয় বিদেশমন্ত্রক বা সেনা কেউ এই ভিডিও নিয়ে কিছু জানায়নি। তবে, শুক্রবার ভারতীয় মন্ত্রক স্বীকার করে যে স্বাধীনতা দিবসে লাদাখে ভারতীয় সেনা এবং চিনা সৈন্যদের মধ্যে মারপিট হয়েছে। ১৫ অগাস্টের দিন লাদাখের প্যাংগং টসো-তে যে এই ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত করছেন বলে শুক্রবার বিবৃতি দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার। যদিও, গত কয়েক দিন ধরেই এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল মোদী সরকার এবং ভারতীয় সেনা। রাভিশ কুমার প্রতিক্রিয়া দিতে গিয়ে আরও জানান যে, 'এই ধরণের ঘটনা না সীমান্তে দু'দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কোনওভাবে সাহায্য করে, না ভারত বা চিন সরকারের কোনও স্বার্থকে সুরক্ষিত করে।'

গত কয়েক সপ্তাহে নাথুলা এবং লাদাখে ভারত ও চিনের টহলদারি টিমের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন রাভিশ কুমার। ভারত ও চিনের মধ্যে চলা সীমান্ত সমস্যাকে অত্যন্ত স্পর্শকাতর বিষয় বলে ব্যাখ্যা করে রাভিশ কুমার জানান শান্তি সমাধান পাওয়ার লক্ষ্যে চিনের সঙ্গে ভারত আলোচনা চালিয়ে যাবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা এবং সীমান্তে শান্তি বজায় রাখাটা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ডোকালামে ভারত ও চিনের মধ্যে চলা নরম-গরম পরিস্থিতি নিয়ে শুক্রবার কোনও কথাই বলতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। শুধু তিনি বলেন, 'আমি জ্যোতিষী নই, তাই এই নিয়ে আগাম কিছু বলাটা ঠিক নয়।'

লাদাখে চিনা সৈন্যদের কতটা মার মেরেছে ভারতী সেনারা, সামনে এল ভাইরাল ভিডিও

উত্তর প্রদেশ, বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে অবশ্য চিনের দিকেও আঙুল তোলেন রাভিশ। তিনি জানান, সাধারণত প্রতি বছরের মে এবং অক্টোবর মাসে চিন শতদ্রু এবং ব্রহ্মপুত্র নদের জলের পরিমাণ নিয়ে বিভিন্ন তথ্য ভারতের সঙ্গে আদান-প্রদান করে। কিন্তু, চলতি বছরের মে মাসে এমন কোনও তথ্য আদান-প্রদান হয়নি। এর ফলে ভরা বর্ষার মরসুমে চিন থেকে আসা দুই নদী শতদ্রু এবং ব্রহ্মপুত্রর জল সম্পর্কে সেভাবে তথ্য নেই নয়াদিল্লির হাতে।

এদিকে, ভিয়েতনামকে মিসাইল ব্রাহ্মস সরবরাহ করা নিয়ে যে রিপোর্ট চারিদিকে চাউড় হয়েছে তা উড়িয়ে দেন রাভিশ কুমার। দক্ষিণ চিন সাগরের জলসীমা নিয়ে ভিয়েতনামের সঙ্গে বহুদিন ধরেই গণ্ডগোল চলছে চিনের। এর মধ্যেই চাউড় হয় যে ভিয়েতনামকে ভারত ব্রাহ্মস মিসাইল সরবরাহ করছে। এতে ক্ষুব্ধও হয় বেজিং। কিন্তু, বিদেশমন্ত্রকের মুখপাত্রর দাবি, মিসাইল হস্তান্তরের এমন কোনও চুক্তি নাকি ভিয়েতনামের সঙ্গে করেনি ভারত।

English summary
several Indian newspapers reported that the Indian Army had successfully foiled two incursions by the Chinese at the border in Ladakh. Now, MEA has also confirmed that a scuffle did take place. There have been more than 300 transgressions by China into Indian territory this year until mid-August. Around 200 such transgressions were recorded last year, reported IE.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X