For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি : জলের তোড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নৈনিতাল, ২৩ জুলাই : ফের ভয়ঙ্কর হতে শুরু করেছে উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষার কারণে এখন প্রায় প্রতিবছরই উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এদিন জলের তোড়ে ভেসে গিয়ে একটি গাড়ি সোজা গিয়ে পড়ল খাদে। গাড়িতে কয়েকজন যাত্রী ছিলেন। তারা সকলেই আহত হয়েছেন। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিন উত্তরাখণ্ডের কোটওয়ারে ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তা বেয়ে জলের স্রোত নেমে আসছিল। তার মধ্যে দিয়েই গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক চালক। তবে পারেননি। জলের তোড় ঠেলটে ঠেলতে গাড়িটিকে নিয়ে গিয়ে খাদে ফেলে দেয়।

উত্তরাখণ্ডে বন্যা : জলের তোড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি

চালক চেষ্টা করেও গাড়িটিকে জলের স্রোত থেকে বের করতে পারেননি। জলের বেগ এত বেশি ছিল যে তা ভাসিয়ে নিয়ে ফেলে দেয় গাড়িটিকে। চালক সমেত গাড়ির ভিতরে মোট ৪ জন ছিলেন বলে জানা গিয়েছে।

ভারী থেকে অতি ভারী বর্ষার পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। বর্ষায় উত্তরের নদীগুলি কার্যত ফুঁসছে। অলকানন্দা, পিন্দর, মন্দাকিনী, ভাগীরথী, গঙ্গা- সবকটি নদীই প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে, ফুঁসছে। ফলে যেকোনও সময় আরও বড় বিপদের আশঙ্কায় তৈরি রয়েছে প্রশাসন। একঝলকে দেখে নিন কীভাবে খাদে গিয়ে পড়ল গাড়িটি।

English summary
(Video) Car washed away in heavy flooding in Kotdwar, Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X