For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিগগিরিই অযোধ্যায় রাম মন্দির তৈরির আশায় বিশ্ব হিন্দু পরিষদ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী অদিত্য়নাথের শপথ গ্রহণের পর, তাঁকে বিশ্ব হিন্দু পরিষদ বা ভি এইচ পির তরফে অভিনন্দন জানানো হয়।

  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ২০ মার্চ : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী অদিত্য়নাথের শপথ গ্রহণের পর, তাঁকে বিশ্ব হিন্দু পরিষদ বা ভি এইচ পির তরফে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ভিএইচপির তরফে ফের একবার উসকে দেওয়া হয় রাম মন্দির প্রসঙ্গকেও।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রবীণ তোগাড়িয়া এদিন বলেন,"নতুন নেতৃত্বের অধীনে নতুন আসা দেখছে বিশ্ব হিন্দু পরিষদ। আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এই সরকারে। আমরা মনে করছি , খুব শিগিরিই অযোধ্যায় নতুন মন্দিরে স্থাপনা হবে ভগবান রামের।" পাশাপাশি হিন্দুদের কাছে রাখা সমস্ত প্রতিশ্রুতি পালিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিগগিরিই অযোধ্যায় রাম মন্দির তৈরির আশায় বিশ্ব হিন্দু পরিষদ

এদিকে, যোগী আদিত্যনাথের পাশাপাশি, রবিবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির কেশব প্রসাদ মৌর্য, দীনেশ শর্মা । রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হিসাবে তাঁদের দুজনকেই অভিনন্দন জানান বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া।

উল্লেখ্য উত্তর প্রদেশে ৪০৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরই দেখা যায়, উত্তরপ্রদেশে বারেলির কাছে একটি গ্রামে মুসলিমদের চলে যেতে বলে পোস্টার পড়ে। অস্বস্তিতে পড়ে এলাকা দুই ধর্মের মানুষই। সেঘটনার পর এবার রাম মন্দির প্রসঙ্গ তুলে আরও একবার উত্তরপ্রদেশের ধর্মীয় রাজনীতিকে উসকে দিলেন প্রবীণ তোগাড়িয়া।

English summary
The Vishva Hindu Parishad (VHP) on Sunday congratulated Yogi Adityanath on becoming the Chief Minister of Uttar Pradesh, and said it hoped that its long-standing demand for a Ram temple in Ayodhya would be fulfilled soon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X