For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন : চতুর্থ দফার ভোটগ্রহণ, বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। সেরাজ্যের ১২ জেলার ৫৩ টি বিধানসভা কেন্দ্রে সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ।

  • |
Google Oneindia Bengali News

কানপুর, ২৩ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ হল আজ বৃহস্পতিবার। রাজ্যের ১২ জেলার ৫৩ টি বিধানসভা কেন্দ্রে সকাল ৭ টা থেকেই শুরু হয় ভোট গ্রহণ। বিকেল চারটে পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ।

১২ টি জেলার বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, রায়বেরিলি, এলাহাবাদ, ঝাঁসি,চিত্রকূট, ফতেহপুর সহ আরও বেশ কেয়কটি উল্লেখযোগ্য কেন্দ্র। গতকালই চতুর্থ দফার ভোটের জন্য প্রচার পর্ব শেষ হয়েছে। এই ক'দিনের প্রচারে রাহুল গান্ধী-অখিলেশ যাদহবের রোড শো, ছাড়াও অখিলেশ-মোদী তরজা ভোট ব্যাঙ্ক টানার নিরিখে রাজনৈতিকভাবে গুরুত্বের জায়গায় ছিল।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন : আজ ৫৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ

আজকের নির্বাচনী পর্বে প্রায় ১.৮৪ কোটি ভোটার ভোটা দেওয়ার কথা। ৭ দফা নির্বাচনী পর্বের ভোটগ্রহণের মধ্যে আজকের চতুর্থ দফায় ৬৮০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। নির্বাচনে অংশ নিচ্ছে ১০ টি রাজনৈতিক দল।

চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন, লালবাহাদুর শাস্ত্রীর নাতি বিজেপির সিদ্ধার্থ নাথ সিং। সিদ্ধার্থ লড়ছেন উত্তরপ্রদেশের এলাহাবাদ কেন্দ্র থেকে। এছাড়াও কংগ্রেসের শক্তঘাঁটি রায়বেরিলি কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন কংগ্রেসের অদিতি সিং। আগামী ১১ মার্চ ভোটগণনার দিন ধার্য করা হয়েছে।

English summary
he polling for the fourth phase of Uttar Pradesh Assembly Elections is scheduled to be held today (February 23). Voting for 53 assembly seats spread over a total of 12 districts will begin at 7:00 AM and continue till 5:00 PM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X