For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল হল ওবামার তাজমহল সফর

Google Oneindia Bengali News

আগরা, ২৪ ডিসেম্বর : স্ত্রী মিশেলের সঙ্গে তাজমহল পরিদর্শনে আগ্রা যাচ্ছেন না মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। শনিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে সরকারিভাবেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ২৭ তারিখ ভারত সফর শেষ করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন ওবামা।

আরও পড়ুন : ওবামার তাজমহল দর্শন: ৬০০ শ্রমিকের পরিশ্রমে সেজে উঠছে আগরা

সৌদি আরবের রাজা আবদুল্লাহর মৃত্যুর ফলে দিল্লিতে টাউন হলের অনুষ্ঠানে শেষ হলেই সেখান থেকে সৌদি আরব রওনা হবেন ওবামা।

বাতিল হল ওবামার তাজমহল সফর

২৫ জানুয়ারি ভারতে তিনদিনের সফরে আসছেন বারাক ওবামা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি এবার। শেষদিন আগ্রার তাজমহল দর্শনের পর ফিরে যাওয়ার কথা ছিল সস্ত্রীক ওবামার। আর ওবামার এই আগ্রা সফর ঘিরে উন্মাদনা ছিল চরমে।

২০১০ সালেও ভারত সফরের সময় তাজমহল যাওয়ার ইচ্ছা ছিল ওবামার। কিন্তু সেবারও হয়নি। এবার প্রায় একরকম চূড়ান্তই ছিল ওবামার আগ্রা সফর। মার্কিন রাষ্ট্রপতির জন্য নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আগ্রা শহর। ৬০০ জন কর্মীকে শহরের সাফাই কাজে লাগানো হয়েছিল।

শুধু তাই নয়, খেরিয়া বিমানবন্দর থেকে তাজমহলে পৌছনোর ১১ কিলোমিটার রাস্তায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছিল।

ওবামার আগ্রা সফর কোনও সরকারি অনুষ্ঠান ছিল না। তবে তাজমহল দর্শন বাদে আপাতত ওবামার বাকি কর্মসূচীতে কোনও রদবদল হয়নি।

English summary
US President Barack Obama Cancels Agra Trip
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X