For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উর্জিৎ পটেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত প্রথম RBI গভর্নর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ আগস্ট : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর হতে চলেছেন উর্জিৎ পটেল। আরবিআই-এর গভর্নর রঘুরাম রাজনের সময়কাল শেষ হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। উর্জিৎ পটেল প্রথম আরবিআই গভর্নর যাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বেছে নিয়েছেন।[দ্বিতীয় দফায় RBI গভর্নর হিসাবে কাজ করতে অনাগ্রহী রঘুনাথ রাজন,তার জায়গায় কে আসবে জল্পনা তুঙ্গে!]

একঝলকে জেনে নেওয়া যাক উর্জিৎ পটেল সম্পর্কে

উর্জিৎ পটেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত প্রথম RBI গভর্নর

  • উর্জিৎ পটলে বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর।
  • আগামী ৪ সেপ্টেম্বর থেকে তিনি তাঁর ৩ বছরের মেয়াদ শুরু করবেন।
  • ৫২ বছরের উর্জিৎ পটেল ২০১৩ সালে আরবিআই-এ যোগদান করেন। এই জানুয়ারি মাসেই তাঁর দ্বিতীয় দফা শুরু হয়েছিল। ২০১৩ সাল থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি দফতরের দায়িত্বে ছিলেন তিনি।
  • ১৯৬৩ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন উর্জিৎ পটেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যাল থেকে অর্থনীতি বিষয়ে এমফিল করেছে তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি।
  • আরবিআই-এর আগে বস্টন কন্সালটিং গোষ্ঠীর উপদেষ্টা হিসাবে কাজ করতেন তিনি। রিলায়েন্স গোষ্ঠীর সভাপতি ছিলেন তিনি।
  • ডঃ রাজনের মতোঅ উর্জিৎ পটেলও নব্বইয়ের দশকে আন্তর্জাতিক অর্থ তহবিল নিয়েও কাজ করেছেন। অর্থ মন্ত্রকের উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন তিনি।
  • আরবিআই-তে থাকাকালীন তাঁর নেতৃত্বাধীন প্যানেলই রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্থন আনার প্রস্তাব দিয়েছিল।
  • মুদ্রাস্ফীতি নির্নয়ে পাইকারি মূল্যের চেয়ে ভোক্তা মূল্যকেবেছে নেওয়ার পিছনেও মুখ্য ব্যক্তি ছিলেন পটেল।
  • এমন একটি সময় আরবিআই-এর নয়া গভর্নর হিসাবে পটেল দায়িত্ব নিচ্ছেন যখন মুদ্রাস্ফীতি আরবিআই-এর ধার্য করা ৪-৬ এৎ সীমারেখা পেরিয়ে গিয়েছে। জুলাই মাসে ভোক্তা মুদ্রাস্ফীতি ছিল ৬.০৭ শতাংশ। তাই আগামী ত্রৈমাসিকের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে পটলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা ছাড়াও ব্যাঙ্কের ঋণ সমস্যা মেটানোও তাঁর গুরুত্বপূর্ণ কাজের তালিকায় থাকছে।
English summary
Urjit Patel, First RBI Governor Chosen By PM Modi: 10 Facts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X