For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণধর্ষণ, অ্যাসিড হামলার পীড়িতার সঙ্গে হাসপাতালে সেলফি তুলে উত্তরপ্রদেশে সাসপেন্ড দুই মহিলা পুলিশ

লখনৌ হাসপাতালের ট্রমা সেন্টারের ভিতরে অ্যাসিড হামলার পীড়িতার সঙ্গে সেলফি তুলে বিপাকে উত্তরপ্রদেশের দুই মহিলা পুলিশ কনস্টেবল। দুজনকেই এই 'অসংবেদনশীল' আচরণের জন্য সাসপেন্ড করা হয়।

Google Oneindia Bengali News

লখনৌ, ২৫ মার্চ : লখনৌ হাসপাতালের ট্রমা সেন্টারের ভিতরে অ্যাসিড হামলার পীড়িতার সঙ্গে সেলফি তুলে বিপাকে উত্তরপ্রদেশের দুই মহিলা পুলিশ কনস্টেবল। দুজনকেই এই 'অসংবেদনশীল' আচরণের জন্য সাসপেন্ড করা হয়।

অর্থবহ একটি ছবিতে দেখা যাচ্ছ কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে তিন মহিলা কনস্টেবল পীড়িতার বিছানার কাছেই বসে সেলফি তুলছেন।

গণধর্ষণ, অ্যাসিড হামলার পীড়িতার সঙ্গে হাসপাতালে সেলফি তুলে উত্তরপ্রদেশে সাসপেন্ড দুই মহিলা পুলিশ

লখনৌ জোনের আইজি সতীশ গণেশ জানিয়েছেন, তিন কনস্টেবলের আচরণ অত্যন্ত 'অসংবেদনশীল' এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এদের মধ্যে রজনী বালা সিং এবং ডেইজি সিং নামে দুই কনস্টেবলকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তৃতীয় জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য় ৪৫ বছরের এক মহিলাকে ট্রেনের মধ্য়ে একদল দুষ্কৃতী তাকে অ্যাসিড খেতে বাধ্য করে। এই নিয়ে এই একই দুষ্কৃতীদল মহিলার উপর চারবার গুরুতর হামলা চালিয়েছে। এর আগে ওই গোষ্ঠীই তাঁকে গণধর্ষণ করে বলেও জানা যায়।

বৃহস্পতিবার এলাহবাদ-লখনৌ গঙ্গা গোমতী এক্সপ্রেস থেকে লখনৌর চারবাগ স্টেশনে নেমে কোনওমতে কাগজে এই ঘটনার কথা লিখে রেল পুলিশের কাছে দিলে ঘটনাটি সামনে আসে।

English summary
UP women constables suspended after selfies with acid attack, gangrape survivor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X