For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের নমাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের

নমাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • |
Google Oneindia Bengali News

ফের নমাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কানওয়ার যাত্রা ও জন্মাষ্টমী উৎসব নিয়ে বেশ কিছু নিয়মবিধি চালু করেছিল যোগী সরকার। সেই প্রসঙ্গ তুলেই যোগী নমাজ নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধালেন।

ফের নমাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের

যোগী বলেছেন, যদি রাস্তায় নমাজ পড়া বন্ধ করতে না পারি তাহলে আমার কোনও অধিকার নেই কানওয়ার যাত্রায় জোরে মিউজিক বাজানো বন্ধ করা বা পুলিশ স্টেশনের ভিতরে জন্মাষ্টমী পালন বন্ধ করার।

এর আগে অখিলেশ যাদবের সরকার পুলিশ স্টেশনের ভিতরে জন্মাষ্টমী পালন বন্ধ করে। এছাড়া কানওয়ার যাত্রাতেও খুব জোরে মিউজিক চালানো বন্ধ করে দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই যোগী বলেছেন, মসজিদের আজানের সময়ও জোরে মিউজিক চলে, লাউড স্পিকার বাজানো হয়।

পাশাপাশি সারা রাজ্যে গো-হত্যা বন্ধ ও গো-মাংস ভক্ষণ প্রসঙ্গেও আদিত্যনাথ নিজের সরকারের সিদ্ধান্তের স্বপক্ষে বলেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের রিপোর্ট সামনে আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশ্যে নমাজ পড়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন বিভেদমূলক মন্তব্যের পর উত্তরপ্রদেশের সংখ্যালঘু সংগঠনগুলি নিন্দায় মুখর হয়েছে। এখন যোগী সরকার কী করে সেটাই দেখার।

English summary
UP CM Yogi Adityanath has kicked up a huge storm by making a reference to offering 'namaz' on the roads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X