For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়াকে বর্ণবিদ্বেষী আক্রমণের ঘটনায় ক্ষমা চাইলেন গিরিরাজ সিং

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ এপ্রিল : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে করা নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং।

<strong>" title=""সনিয়া গান্ধী কালো চামড়ার হলে কংগ্রেস শীর্ষপদে বসতে পারতেন কি?"" />"সনিয়া গান্ধী কালো চামড়ার হলে কংগ্রেস শীর্ষপদে বসতে পারতেন কি?"

এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হলে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে করা মন্তব্যের প্রতিবাদ করতে শুরু করেন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "গিরিরাজ সিংয়ের মন্তব্য সব ভারতীয় ও নাইজেরীয় মহিলার প্রতি অপমান।" এরপর ২০ মিনিটের জন্য লোকসভার অধিবেশন স্থগিত হয়ে যায়।

সোনিয়াকে বর্ণবিদ্বেষী আক্রমণের ঘটনায় ক্ষমা চাইলেন গিরিরাজ সিং


অধিবেশন শুরু হলে গিরিরাজ সিং উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে বলেন, "কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। তাঁর বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।"

এই ঘটনার পরও অবশ্য গোলমাল থামেনি লোকসভায়। জমি বিলের বিরোধিতা করে সংসদে তুমুল হট্টগোল করতে থাকেন কংগ্রেস নেতারা।

প্রসঙ্গত ১ এপ্রিল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে নিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে বিতর্ক তৈরি করেন বিহার থেকে নির্বাচিত বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তিনি প্রশ্ন তুলে বলেন, "রাজীব গান্ধী কোনও নাইজেরিয়ান মহিলার সঙ্গে বিয়ে করলে কংগ্রেস সনিয়ার নেতৃত্ব স্বীকার করত কী?" সনিয়া গান্ধী সাদা চামড়ার না হয়ে কালো চামড়ার হলে, কংগ্রেস সভানেত্রী পদে আদৌও বসতে পারতেন না বলে বিতর্কিত মন্তব্য করেন এই বিজেপি সাংসদ।

বিহার থেকে নির্বাচিত এই বিজেপি সাংসদ এর আগে লোকসভা নির্বাচনের সময়ও বিতর্কিত মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন। সেইসময় তিনি বলেন, "যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করবেন তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। তাঁদের ভারতে কোনও জায়গা নেই।"

English summary
Union Minister Giriraj Singh apologises for his remarks against Sonia Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X