For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০১৫: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত, উঠল সম্পত্তিকর, বাড়ল বিত্তশালীদের খরচ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : মঞ্চ তৈরি। আজ শনিবার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই বাজেট ঘিরে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কি না তা নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছেন জেটলি। তবে, অর্থনৈতিক সংস্কাররের পথেই হাঁটবেন জেটলি নাকি জনমুখী হবে তাঁর বাজেট তা নিয়ে চলছে জোর জল্পনা। অরুণ জেটলির বাজেটে যে ৫টি প্রস্তাবের সম্ভাবনা রয়েছে তা নীচে দেওয়া হল

<strong>বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উল্লেখ করা ৫ 'চ্যালেঞ্জ'</strong>বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উল্লেখ করা ৫ 'চ্যালেঞ্জ'

বাজেট ২০১৫: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত, উঠল সম্পত্তিকর, বাড়ল বিত্তশালীদের খরচ

বাজেটের লাইভ আপডেট দেখুন এখানে

দুপুর ১২ টা ৩০ মিনিট : আমরা যা বলেছি যা করেছি তাতে সামঞ্জস্য রয়েছে। এই বলেই নিজের বক্তৃতা শেষ করলেন অরুণ জেটলি।

দুপুর ১২টা ২৭ মিনিট : সুকন্যা সম্বৃদ্ধি প্রকল্পে যে কোনও অনুদানই করমুক্ত।

দুপুর ১২ টা ২৫ মিনিট : ক্লিন গঙ্গা ফান্ড ও স্বচ্ছ ভারত তহবিলের সিএসআর কার্যক্রমের জন্য ১০০% কর অব্যাহতি ।

দুপুর ১২ টা ২১ মিনিট : কর্ণাটকে নতুন আইআইটি, জম্মু-কাশ্মীর ও অন্ধ্রতে আইআইএম।

দুপুর ১২ টা ২০ মিনিট: পেনশন ফান্ডে কর ছাড়ের মূল্য ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা করা হল।

দুপুর ১২ টা ১৭ মিনিট : স্বাস্থ্যবিমায় করছাড়া ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল। প্রবীন নাগরিকদের জন্য ছাড় ৩০ হাজার টাকা পর্যন্ত।

দুপুর ১২ টা ১৬ মিনিট : পরিষেবা কর ১২.৩৬ শতাংশ থেকে বেড়ে হল ১৪ শতাংশ।

দুপুর ১২ টা ১৫ মিনিট : আগামী বছর থেকে পণ্য পরিষেবা কর চালু।

দুপুর ১২ টা ১৪ মিনিট : তুলে দেওয়া হচ্ছে সম্পত্তি কর।

দুপুর ১২ টা ১২ মিনিট : ১ কোটি টাকার বেশি আয়ে ২ শতাংশ সারচার্য।

দুপুর ১২ টা ১১ মিনিট : আয়কর রিটার্ন দাখিল না করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড।

দুপুর ১২ টা ১০ মিনিট : ব্যাঙ্কে ১ লক্ষ টাকার লেনদেনে প্যানকার্ড বাধ্যতামূলক।

দুপুর ১২ টা ১১ মিনিট : অপরিকল্পিত ব্যয়ের জন্য বরাদ্দ ১৩ লক্ষ ১২ হাজার ২০০ কোটি টাকা

দুপুর ১২ টা ৯ মিনিট : ২০ হাজারের বেশি নগদ লেনদেন নয়।

দুপুর ১২ টা ৭ মিনিট : কালো টাকা ইস্যুতে কড়া কেন্দ্র, আনা হচ্ছে বিশষে আইন। বিদেশে কালোটাকা গচ্ছিতকারীগদের ১০ বছর পর্যন্ত কারদণ্ড হতে পারে। আমানতের ৩ গুণ জরিমানা।

দুপুর ১২ টা ৫ মিনিট : আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত। অপরিবর্তিত রাখা হল আয়কর কাঠামো। করমুক্ত রাখা যাবে ৪,৪৪,০০০ টাকা।

দুপুর ১২ টা ৩ মিনিট : শিল্পে বিনিয়োগ বাড়াতে ৪ বছরের জন্য কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হবে।

দুপুর ১২ টা ২ মিনিট : প্রতিরক্ষাখাতে বরাদ্দ ২,৪৬,৭২৭ কোটি টাকা।

দুপুর ১২ টা মিনিট : একশো দিনের কাজে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি।

সকাল ১১ টা ৫৮ মিনিট : বিহার ও পশ্চিমবঙ্গকে বিশেষ আর্থিক সুবিধা।

সকাল ১১ টা ৫৭ মিনিট : জম্মু ও কাশ্মীর, অসম,পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এইমস।

সকাল ১১ চা ৫৬ মিনিট : জাতীয় সোনা বন্ডে বিনিয়োগ কার গেলে সুদ পাওয়া যাবে।

সকাল ১১ টা ৫৪ মিনিট : ৫টি মেগা বিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব।

সকাল ১১ টা ৫৩ মিনিট : প্রান্তিক চাষিদের জন্য পেনশনের ব্যবস্থা।

সকাল ১১ টা ৫১ মিনিট : নিম্ন আয়ের মানুষের জন্য ইপিএফ বাধ্যতামূলক নয়।

সকাল ১১ টা ৫০ মিনিটে : সানাকে অর্থে পরিণত করার জন্য জাতীয় সোনা বন্ড চালু।

সকাল ১১ টা ৪৭ মিনিট : বয়স্কদের জন্য প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা।

সকাল ১১টা ৪৫ মিনিট : টাকার ব্যবহার কমিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ানো।

সকাল ১১ টা ৪৩ মিনিট : মহিলা সুরক্ষায় আরও জোর, নির্ভয়া তহবিল ১০০০ কোটি টাকা।

সকাল ১১ টা ৪২ মিনিট : বিশেষ বিনিয়োগ টানতে বিশেষজ্ঞ কমিটি।

সকাল ১১ টা ৪১ মিনিট : সংখ্যালঘু নাবালকদের জন্য নয়ি মঞ্জিল প্রকল্প।

সকাল ১১ টা ৪০ মিনিট : পরিকাঠানো উন্নয়নে ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সকাল ১১ টা ৩৯ মিনিট : রাস্তা, রেল, সেচ ক্ষেত্রে বিনিয়োগ করলে কর ছাড়ের সুবিধা।

সকাল ১১ টা ৩৭ মিনিট : দেশের দরিদ্র মানুষদের জন্য ১২ টাকার প্রিমিয়ামে ২,০০,০০০ টাকার সুরক্ষা বিমা।

সকাল ১১ টা ৩৬ মিনিট : যাঁরা পেনশন পান না তারা জন ঝন যোজনার মাধ্যমে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে।

সকাল ১১ টা ৩৪ মিনিট : কৃষকদের আয় বৃদ্ধি করতে জাতীয় কৃষি বাজার নির্মানের প্রস্তাব।

সকাল ১১ টা ৩২ মিনিট : তফশিলি ও তফশিলি উপজাতীর ঋণের জন্য মুদ্রা ব্যঙ্ক তৈরি করা।

সকাল ১১ টা ৩০ মিনিট : ক্ষুদ্র সেচের জন্য ৫৩০০ কোটা টাকা বরাদ্দ।

সকাল ১১ টা ২৯ মিনিট : ১.৫ কোটি উপভোক্তাকে রান্নার গ্যাসে ভরতুকি।

সকাল ১১ টা ২২ মিনিট : ব্যাঙ্কের মাধ্যমে কৃষিঋণবাবদ ৮.৫ লক্ষ কোটি টাকা দেওয়া

সকাল ১১ টা ২১ মিনিট : পণ্য পরিষেবা কর চালু করার চেষ্টা করব।

সকাল ১১ টা ২০ মিনিট : আমাদের সামনে চ্যালেঞ্জ হল উৎপাদন ডিজিপির ১৮ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হয়েছে।

সকাল ১১ টা ১৭ মিনিট :গ্রামীণ মানুষের কল্যানের জন্য কৃষি বাড়াতে হবে। বাড়াতে হবে সেচও।

সকাল ১১ টা ১৬ মিনিট : প্রত্যেক গ্রামে ও শহরে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌছে দেওয়া প্রয়োজন।

সকাল ১১ টা ১৫ মিনিট : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সরকারের একটা বড় সাফল্য। এই বছরের মধ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে ৫ শতাংশ করা যাবে বলে আশা করছি।

সকাল ১১ টা ১৪ মিনিট : ২০২২ সালের মধ্যে প্রত্যেক পরিবারের মাথায় ছাদ দিতে চাই।

সকাল ১১ টা ১২ মিনিট : ২০২০ সালে মধ্যে গ্রামে সৌরর বিদ্যুৎ পৌছে দেওয়া হবে।

সকাল ১১ টা ১০ মিনিট : প্রথমেই আমাদের কাজের ৩ টি সাফল্য তুলে ধরতে চাই। প্রথন হল জন ধন যোজনা। ১২.৫ কোটি পরিবারকে এর আওতায় আনা গিয়েছে। স্বচ্ছ ভারত অভিযান। ৫০ লক্ষ শৌচাগার ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে, আমাদের লক্ষ্য ৬ কোটি। এবং স্বচ্ছ নিলাম।

সকাল ১১ টা ৯ মিনিট : দেশ ও বিদেশের বিনিয়োগকারীরা ভারতের মধ্যে আশা দেখতে পাচ্ছেন।

সকাল ১১ টা ৫ মিনিট : মার্চ মাস পর্যন্ত বিদেশি মুদ্রার বিনিয়োগ ছিল ১৫ বিলিয়ন ডলার। অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে।

সকাল ১১ টা ৪ মিনিট : মুদ্রাস্ফীতিক হার কমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশ এবং মোট জাতীয় উৎপাদানের ঘাটতি মাত্র ৬ শতাংশ।

সকাল ১১ টা ৩ মিনিট : দরিদ্র কমানো, অর্থসংস্থান ও সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌছনোই লক্ষ্য।

সকাল ১১ টা ২ মিনিট : দেশের আর্থিক বৃদ্ধিই কেন্দ্রের লক্ষ্য, বললেন জেটলি।

সকাল ১১ টা : বাজেট বক্তৃতা শুরু করলেমন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি।

সকাল ১০ টা ৫৮ মিনিট :

সকাল ১০ টা ২৮ মিনিট : সাধারণ বাজেট নিয়ে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সকাল ১০ টা ১৬ মিনিট কেন্দ্রীয় বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স খুলল ২৭০ সূচক বেড়ে, নিফটি ৭০।

সকাল ৯ টা ৫৬ মিনিট :

English summary
Union Budget 2015 : Arun Jaitley Abolish wealth tax &amp; replace it an additional 2% surcharge on the super rich
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X