For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস, মিনি ভ্যান পরিষেবা নিয়ে ভারতের বাজারে আসছে উবার, চড়া যাবে শেয়ারে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৫ অক্টোবর : শুধু ক্যাব সার্ভিস নয়, এবার বাস ও মিনি ভ্যান শেয়ারিং সার্ভিস নিয়েও ভারতের বাজারে আসতে চলেছে উবার। এই পরিষেবার নাম রাখা হয়েছে 'উবার এভরিথিং'। [ভারতের কোন এলাকা বেশি ভূমিকম্প প্রবণ, আপনার এলাকা কি তাতে পড়ে? জানাবে নতুন অ্যাপ]

উবারে আপাতত যেকটি পরিষেবা পাওয়া যায় তা হল উবার গো, উবার এক্স, উবার এক্সএল ও উবার পুল। এই পুলের অধীনেই শেয়ারে বাস ও মিনি ভ্যান পরিষেবা ভারতের বাজারে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখনও এই বিষয়ে মুখ খোলেননি ভারতের উবারের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। [বন্ধ বইয়ের পাতাও এবার পড়ে নেওয়া যাবে সহজে!]

বাস, মিনি ভ্যান পরিষেবা নিয়ে ভারতের বাজারে আসছে উবার

উবার বরাবরই নতুন ধরনের কিছু উপহার দিতে চায়। সেক্ষেত্রে ভারতের বিস্তৃত বাজার উপযুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। অতীতে 'উবার-হপ' নামে বাস পরিষেবা বিদেশে চালু করেছে উবার। তা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। [ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

সেরকমকিছুই এবার ভারতে চালু করতে চাইছে উবার কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ে এই পরিষেবা পাওয়া যাবে। পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা সহ। এবং তাও আবার কম খরচে। ভারতে সর্বপ্রথম বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

ভারতের বাজারকে পর্যবেক্ষণ করে এদেশেই সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চলেছে উবার। চিনে তাদের বিনিয়োগ করার কথা ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। সেটাকে এদেশে বিনিয়োগ করে ব্যবসা বাড়ানো হবে বলে কোম্পানি সূত্রে জানা গিয়েছে।

English summary
Uber plans bus, mini-van ride sharing service in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X