For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাত্রীদের স্টেশনে নিয়ে যাতায়াত করবে, রেলের সঙ্গে গাঁটছড়া বাঁধছে উবার

আপনাকে বাড়ি থেকে স্টেশনে অথবা রেল স্টেশন থেকে বাড়িতে নিশ্চিন্তে পৌঁছে দেবে উবার।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ অক্টোবর : রেলযাত্রীদের জন্য অন্য ধরনের সুযোগ তৈরি করতে চলেছে ক্যাব পরিষেবা সংস্থা সংস্থা উবার। আপনার কাছে রেলের বৈধ টিকিট থাকলেই হবে। তাহলেই স্টেশনে যাতায়াতে ব্যবহার করতে পারবেন উবার ক্যাব পরিষেবা। আপনাকে বাড়ি থেকে স্টেশনে অথবা রেল স্টেশন থেকে বাড়িতে নিশ্চিন্তে পৌঁছে দেবে উবার। [বাস, মিনি ভ্যান পরিষেবা নিয়ে ভারতের বাজারে আসছে উবার]

এক্ষেত্রে আইআরসিটিসি-র অ্যাপ ব্যবহার করতে হবে। সেইমর্মে উবার রেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। [পাটনা স্টেশনে ফ্রি 'ওয়াই-ফাই', চুটিয়ে চলছে পর্ন দেখা]

যাত্রীদের স্টেশনে নিয়ে যাতায়াত! রেলের সঙ্গে গাঁটছড়া উবারের

মনে করা হচ্ছে, এর ফলে লক্ষ লক্ষ দূরপাল্লার রেলযাত্রী উপকৃত হবেন। রাজ্যের বিভিন্ন অংশে যারা রাস্তায় যাতায়াতের চেয়ে রেলেই বেশি স্বচ্ছ্বন্দ বোধ করেন, অথবা অন্য রাজ্যে যেতে হলে যেখানে রেলই সবচেয়ে বড় ভরসা, সেক্ষেত্রে বাড়ি থেকে স্টেশন অথবা স্টেশন থেকে বাড়ির পথটুকুর যাতায়াতকে আরও ধকলহীন করে তুলতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। [রেলের টিকিট কাটতে এবার আবশ্যক হতে চলেছে আধার কার্ড!]

এর ফলে রেলের অ্যাপে বা সাইটে যেমন ঢুকে উবার ক্য়াব বুকিং করা যাবে তেমনই স্টেশনের মধ্যেই কোনও একটি নির্দিষ্ট জায়গায় উবারের ক্যাব দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে বুকিং করে নির্দ্বিধায় বাড়ি চলে আসা যাবে। [কলকাতা থেকে দিল্লি পৌঁছনো যাবে ৫ ঘণ্টারও কম সময়ে!]

জানা গিয়েছে, রেলের টিকিট বুকিংয়ের সময়ই উবার ক্যাবও সেইসময় বুকিং করে নেওয়া যাবে। তবে কোন কোন শহরে আপাতত এই পরিষেবা চালু হচ্ছে তা এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। [এবার আপনার নামে কাটা টিকিটে ট্রেনে সফর করতে পারবেন পরিবারের অন্য সদস্যরা]

English summary
Uber looks to tie up with Railways for pick-up & drop to station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X