For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া-কাণ্ডের দু'বছর পূর্তি, তবুও দিল্লি পিছিয়ে নারী-সুরক্ষায়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর: আজ ১৬ ডিসেম্বর। নির্ভয়া-কাণ্ডের দু'বছর পূর্তি। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছিল ২৩ বছরের তরুণীকে।

ওই দিন সন্ধেবেলা মুনিরকা স্টপেজে দাঁড়িয়েছিলেন ২৩ বছরের তরুণী। সঙ্গে ছিল তাঁর পুরুষসঙ্গী। ফাঁকা একটি বাসে উঠে পড়েন দু'জন। আর কোনও যাত্রী ছিল না। ভিতরে পাঁচ অভিযুক্ত মদ্যপান করছিল। তারা বেহেড অবস্থাতে প্রথমে নির্ভয়ার শ্লীলতাহানি করার চেষ্টা করে। তাঁর সঙ্গী প্রতিবাদ করলে লোহার রড দিয়ে বেধড়ক মারা হয়। তার পর তাঁর চোখের সামনে নির্ভয়াকে গণধর্ষণ করে পাঁচ যুবক। ঘণ্টা খানেকের ওপর চলে এই তাণ্ডব। শেষ পর্যন্ত শীতের রাতে দু'জনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। পরে অবশ্য গ্রেফতার হয় এবং বিচারে সাজা হয়।

কিন্তু দিল্লি আছে দিল্লিতেই। নির্ভয়া-কাণ্ডের পর গণ প্রতিবাদে উত্তাল হয়েছে শহরের রাজপথ। এখন যে কে সেই! দিল্লি এখনও মেয়েদের পক্ষে সবচেয়ে অসুরক্ষিত শহর বলেই গণ্য হয়।

English summary
Two years on, Delhi still unsafe for women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X