For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী কেলেঙ্কারি নিয়ে ত্রিপুরা বিধানসভায় হট্টগোল, ন্যায়দণ্ড নিয়ে দৌড় তৃণমূল বিধায়কের

ত্রিপুরার বাম সরকারের গ্রামীণ বিকাশ ও বনমন্ত্রী নরেশ জামাতিয়ার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মন অধ্যক্ষের ন্য়ায়দণ্ড নিয়ে ছুটে পালিয়ে যান।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

আগারতলা, ২০ ডিসেম্বর : ত্রিপুরার বাম সরকারের গ্রামীণ বিকাশ ও বনমন্ত্রী নরেশ জামাতিয়ার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। ফলে তাঁকে মন্ত্রিসভা থেকে বহিঃষ্কার ও শাস্তির দাবিতে রীতিমতো হুলুস্থুল পড়ে গেল মুখ্যমন্ত্রী মানিক সরকারের রাজ্য়ের বিধানসভায়।

বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস বিধায়করা বাম মন্ত্রীকে বরখাস্ত ও শাস্তির দাবি জানালে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। অধ্যক্ষ রমেন্দ্র দেবনাথ বিরোধীদের হট্টগোল বন্ধ করার নির্দেশ দিলে ধুন্ধুমার বেঁধে যায় বিধানসভায়।

ত্রিপুরা বিধানসভায় ন্যায়দণ্ড নিয়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মন

এরপরই বিরোধী বিধায়কেরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এর মাঝে তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মন অধ্যক্ষের ন্য়ায়দণ্ড নিয়ে ছুটে পালিয়ে যান। এরপরে সভা মুলতুবি হয়ে যায়। পরে ফের সভা শুরু হলে ন্য়ায়দণ্ড নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার কড়া নিন্দা করেন অধ্যক্ষ রমেন্দ্র দেবনাথ।

বিধানসভা শুরু হলে জিরো আওয়ারে সুদীপ রায় বর্মন বলেন, রাজ্য়ে নারী সংক্রান্ত অপরাধ বেড়ে চলেছে। এর মধ্যে জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় লজ্জায় সকলের মাথা হেঁট হয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানানোর মাঝেই বিক্ষোভ ছড়িয়ে পড়লে সুদীপবাবু ন্যায়দণ্ড নিয়ে দৌড় লাগান।

English summary
Former leader of the opposition and Trinamool Congress MLA Sudip Roy Barman on Monday snatched speaker Ramendra Chandra Debnath's ceremonial mace from his table and made off with it before being restrained by the marshal of the assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X