For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় জাগাতে চলে এল ভাইরাস ট্রিকবোট, যেকোনও মুহূর্তে ব্যাঙ্ক অ্যকাউন্টে হমলার শঙ্কা

নেট ব্যাঙ্কিং এও এবার ভাইরাস হানা। যার ফলে বিপদের আওতায় পড়তে পারেন বহু লক্ষ লক্ষ গ্রাহক , যাঁরা ইন্টারনেট নিজেদের ব্যক্তিগত ব্য়াঙ্কিং সংক্রান্ত এর কাজ করে থাকেন।

  • |
Google Oneindia Bengali News

নেট ব্যাঙ্কিং এও এবার ভাইরাস হানা। যার ফলে বিপদের আওতায় পড়তে পারেন বহু লক্ষ লক্ষ গ্রাহক , যাঁরা ইন্টারনেট নিজেদের ব্যক্তিগত ব্য়াঙ্কিং সংক্রান্ত এর কাজ করে থাকেন। নতুন এই ভাইরাসের নাম ট্রিকবোট। এর খোঁজ পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

মূলত ট্রিকবোটের দ্বারা বিভিন্ন গোপন ব্যাঙ্কিং তথ্য হাতি নিচ্ছে হ্যাকাররা। ইউআরএল দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত ভাইরাস। যার ফলে হাতে এসে যাচ্ছে যেকোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর , তার ফলে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে অনেক। ট্রিক বোটের সঙ্গে ভাইরাস ডায়ারের অনেক মিল রয়েছে। যা আরেকটি ব্যাঙ্কিং ম্যালওয়্যার।

ভয় জাগাতে চলে এল ভাইরাস ট্রিকবোট, যেকোনও মুহূর্তে ব্যাঙ্ক অ্যকাউন্টে হমলার শঙ্কা

মূলত বহু ব্যাঙ্কের পেমেন্ট প্রসেসর, CMS সিস্টেমকে টার্গেট করছে ট্রিকবোর্ড। জানা গিয়েছে বেশ কয়েকটি ভারতীয় ব্যাঙ্ক যেমন, আইসিআইসিআই, স্টেটব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো ব্যাঙ্কগুলির সিএমএস এর ওপর ছোবল বসাবার চেষ্টা করছে ট্রিকবোট। এমনকী কয়েকটি রিপোর্টে প্রকাশিত হয় বেশ কিছু ভারতীয় ব্যাঙ্কে ইতিমধ্যেই থাবা বসিয়েছে ট্রিকবোট।

ট্রিকবোট ছাড়াও এর আগে ব্যাঙ্কিং ট্রোজানের নামও আরেকটি ভাইরাস হানা দিয়েছে নেটওয়ার্কিংএর দুনিয়ায়। এর আগে ওয়ান্না ক্রাই র‌্যানসম ওয়্যার ভাইরাসের হানাতে দেশের প্রায় ৫ টি বড় শহরের বহু সংস্থা তথা সরকারি দফতরের কাজ ক্ষতিগ্রস্ত হয়।

English summary
After WannaCry ransomware attack which affected more than 5 major cities of India, a new banking malware called Trickbot has now come into the knowledge of the cyber experts. Apparently, at the time when ransomware gained notoriety specifically due to the exploits used by WannaCry Ransomware, TrickBot a banking Trojans too was working towards stealing banking credentials and gaining access to the banking accounts of the victims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X